Logo
Logo
×

রাজনীতি

নাসিকের নতুন প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

নাসিকের নতুন প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ

নাসিকের নতুন প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের ভাই।  গতকাল রোববার (৩১ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের এক আদেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তাকে নিযুক্ত করা হয়। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর দেশের সবগুলো সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। পরে নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। গত ২৭ আগস্ট এ কর্মকর্তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়।


স্বাধীনতার পর প্রথমবার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন আলী আহাম্মদ চুনকা। ২০০৩ সালে তার জ্যেষ্ঠ কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী এ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময় বিএনপির হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করেন তিনি। পরে নারায়ণগঞ্জের তিনটি পৌরসভা একত্র করে সিটি কর্পোরেশন গঠন করা হলে ২০১১ সালের সিটি নির্বাচনে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে লক্ষাধিক ভোটে পরাজিত করে দেশের প্রথম নারী মেয়র হন আইভী। পৌরসভা থেকে সিটি কর্পোরেশন; টানা দুই দশকেরও বেশি সময় নগরপ্রধানের দায়িত্বে ছিলেন তিনি। মেয়র পদ থেকে অপসারিত হওয়ার কয়েক মাস পর গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় দেওভোগের বাসা থেকে গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন