Logo
Logo
×

রাজনীতি

প্রতিযোগিতায় সাখাওয়াত-টিপুর বলিষ্ঠ নেতৃত্ব এগিয়ে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রতিযোগিতায় সাখাওয়াত-টিপুর বলিষ্ঠ নেতৃত্ব এগিয়ে

প্রতিযোগিতায় সাখাওয়াত-টিপুর বলিষ্ঠ নেতৃত্ব এগিয়ে

Swapno

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্তমান নেতৃত্বে থাকা আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ডায়নামিক নেতৃত্বে শক্তিশালী সংগঠনে পরিণত মহানগর বিএনপি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মূলধারার বাহিরে আরও তিন থেকে চারটি বলয় থাকলেও সাখাওয়াত-টিপুর বলিষ্ঠ নেতৃত্বে ধোপে টিকছে না। সূত্র বলছে, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে বিশাল র‌্যালীর আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

পাশাপাশি একই সময়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের নির্দেশনায়ও বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী করেন। কিন্তু সবচেয়ে স্বতঃফূর্ত ভাবে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি থেকে শুরু করে সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু অন্যান্য বলয়ের র‌্যালীতে গুটিকয়েক বিএনপি সহযোগী সংগঠনের নেতা দেখা গেলেও মূলধারার নেতা দেখা যায়নি। এছাড়া একই দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের নেতৃত্বে র‌্যালি হয় সেখানেও বিএনপি ও সহযোগী সংগঠনের মূল নেতৃত্বে থাকা নেতাদের উপস্থিতি দেখা মেলেনি। তবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির মাধ্যমে সাখাওয়াত-টিপুর বলিষ্ঠ নেতৃত্বে প্রতিয়মান করেছে তাদের নেতৃত্বের জৌলুস এখনো বিন্দুমাত্র লোপ পায়নি। কারণ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে মহানগর বিএনপির অন্যান্য বলয়ের র‌্যালি থাকা সত্ত্বেও এই প্রতিযোগীতার মধ্যেও স্বতঃফূর্ত ভাবে সাখাওয়াত টিপুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি থেকে শুরু করে সকল সহযোগী সংগঠনের মূলধারার নেতাকর্মীরা অংশ নেন। তবে মহানগর বিএনপির কমিটি নিয়ে পূর্বের ঘটনা পর্যালোচনা করলেও সাখাওয়াত-টিপু সেসময় প্রতিযোগীতার মধ্যে টিকে ছিলেন।

সূত্র মতে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্তমান কমিটি প্রকাশিত হওয়ার পর থেকেই দ্বিখন্ডিত হয়েছিল একাংশে ছিল মূলধারা অপর অংশে ছিল বিদ্রোহী বলয়। আন্দোলন সংগ্রামের প্রতিযোগীতা এবং আওয়ামীলীগ সরকারের পতনের পর টিকতে পারেননি বিদ্রোহী বলয়ে। তবে এর আগে স্পষ্ট করা যাক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মূলধারার নেতৃত্বে ছিলেন আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। বিদ্রোহী বলয়ে ছিলেন সাবেক মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম এবং তার পুত্র আবুল কাউছার আশা ও তার চাচাত ভাই বহিষ্কৃত বিএনপি নেতা আতাউর রহমান মুকুল। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সাথে নেতৃত্বের লড়াইয়ে বিদ্রোহীরা টিকতে না পারায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা সাখাওয়াত-টিপু নেতৃত্বেই সক্রিয় ছিলেন। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা দাবি করা সাবেক ছাত্রনেতা জাকির খানও বর্তমান মহানগর বিএনপি কেন্দ্রীক রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। তারই অংশ হিসেবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে র‌্যালী করেন। তবে সকল বলয়কে পিছনে ঠেলে বলিষ্ঠ নেতৃত্বে¡ মহানগর বিএনপিকে সাখাওয়াত-টিপুর ছায়াতলে রেখেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন