মনোনয়ন প্রশ্নে চার খণ্ডে মহানগর বিএনপি

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
-copy-68b94c98a2ed5.jpg)
মনোনয়ন প্রশ্নে চার খণ্ডে মহানগর বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মাধ্যমে খন্ডিত মহানগর বিএনপির প্রকাশ্যে এসেছে। যাকে ঘিরে ৪ বলয়ের নেতারা মহানগর বিএনপির ব্যানারে নগরীতে বর্ণাঢ্য র্যালী পালন করেছেন। এদিকে মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও বর্তমান সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বধীন মহানগর বিএনপি কেন্দ্র ঘোষিত মূল কমিটি হিসেবে কাগজ-কলমে থাকলে ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম মহানগর বিএনপির আলাদা ব্যানারে এক সময়ে পাল্টাপাল্টিভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। একই সাথে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের নির্দেশনায় মহানগর বিএনপির ব্যানারে একই সময়ে নগরীতে ছিলো তার বলয়ের নেতারা। তা ছাড়া পরবর্তীতে বিকেলে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান মহানগর বিএনপির ব্যানারে নগরীতে বর্ণাঢ্য র্যালী পালন করেন।
যার মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে বিভেদ প্রকাশ্যে এসেছে। যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা-সমালোচনা। তা ছাড়া আগামী ফেব্রুয়ারী মাসের প্রথমধার্পে জাতীয় নির্বাচনের আলোচনাকে ঘিরে বিএনপিকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু কোনভাবেই ঐক্যের প্রতিফলন ঘটেনি। তা ছাড়া নারায়ণগঞ্জ-৫ মহানগর (সদর-বন্দর) নিয়ে গঠিত। যাকে ঘিরে এই আসনে মনোনয়ন প্রত্যাশীদের ছড়াছড়ির শেষ নেই। তা ছাড়া সেখানে ছড়াছড়ির চাপ বেশি সেখানে দ্বন্দ্ব বেশি সেই আলোকে আগামী নির্বাচনের পূর্বে দ্বন্দ্বে খন্ডিত হয়ে আছেন মহানগর বিএনপি। গতকাল (০১ সেপ্টম্বর) সকালে ১১ টায় নগরীর মিশনপাড়া থেকে সাখাওয়াত ও টিপুর নেতৃত্বে যে শোভাযাত্রাটি বেড় হয়। যেখানে সুশৃঙ্খলভাবে সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোছালোভাবে ব্যানারে-ফেস্টেুনে সুসজ্জিত থেকে শোভাযাত্রাটি সফল করেন। একই সময় শিল্পপতি মডেল মাসুদের নির্দেশনায় এক জাঁক নেতাকর্মীরা মাঠে নামলে ও তাদের মহানগর বিএনপির কোন পরিচয় নেই কিন্তু সকলের হাতে থাকা প্লে কার্ডে মহানগর বিএনপি লেখা থাকতে দেখা যায়। যা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তা ছাড়া মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম মহানগর বিএনপির সাবেক নেতাকর্মীদের নিয়ে নগরীতে মহানগর বিএনপির মূল ব্যানারের শোভাযাত্রার সাথে তাল মিলিয়ে মিছিলটি করেন। পরবর্তীতে সর্বশেষ জাকির খানের নেতৃত্বে মহানগর বিএনপির ব্যানারের শোভাযাত্রা শুরু হয় যেখানে ছিলো নানান বিশৃঙ্খলা যা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। এদিকে জাকির খান ব্যতিত্ব বাকি ৩ গ্রুপের বা বলয়ের নেতারা আগামী সাংসদ নির্বাচনে ৫ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছে। যাকে ঘিরে দীর্ঘদিন যাবৎ এই গ্রুপে গ্রুপে পাল্টাপাল্টি বক্তব্যে উঠলে ও বর্তমানে একই সংগঠনের ব্যানারে ৪ বলয়ের র্যালি পালনের মাধ্যমে নগর জুড়ে নানা বিতর্ক উঠছে।
সূত্র বলছে, গত ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার ২৪ ঘন্টা না পেরুতেই বেজে উঠে বিদ্রোহের সূর। পরবর্তীতে কমিটি গঠনের ছয়দিনের মাথায় ৪ যুগ্ম আহবায়কসহ ১৫ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন। এরপরই কমিটি ৪১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ২৬ জন নেতা টিকে যায়। এদিকে যারা বেড়িয়ে যায় তারা মহানগর বিএনপির আলাদা ব্যানারে পোগ্রামসহ নানা কর্মসূচি পালন করছেন জালাল হাজী পরিবারের সদস্যসহ বাকিরা। তা ছাড়া মহানগর বিএনপির এই কমিটি বিরোধে মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটে দুই দফায় কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়। তা ছাড়া ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এদিকে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ বিগত দিনে বিএনপির ডোনার হিসেবে আলোচনায় থাকলে ও গত ৫ আগষ্টের পরবর্তী সময়ে তিনি ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী। তা ছাড়া বর্তমানে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী বর্তমানে শিল্পপতিতার জাদুতে তার হয়ে কাজ করা শুরু করেন। যাকে ঘিরে বর্তমানে মহানগর বিএনপি হিসেবে বর্তমানে নিজেকে দাবি করছে তারা।
এদিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নারায়ণগঞ্জ বিএনপির মধ্যে একটি আলাদা ঐক্য দেখা দিলে ও বর্তমানে ফের নানা বিষয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে উঠে এসেছে। তা ছাড়া খন্ডিত বিএনপি নিজেদের বিভেদ সৃষ্টি করার মাধ্যমে সমালোচিত হওয়ার পথে। একই দিনে মহানগর বিএনপির একাধিক শো-ডাউন নারায়ণগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আসন্ন নির্বাচনে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে জল্পনা-কল্পনা থাকলেও প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাদের ক্লিন ইমেজের খুঁজছে হাইকমান্ড। তা ছাড়া এর আগে মহানগর বিএনপির ব্যানারে ঢাকায় বিএনপির পোগ্রামে গিয়েছিলেন মডেল মাসুদুজ্জামান সেখানে তিনি মহানগর বিএনপির ব্যানারেই লোক পাঠিয়েছিলেন। যাকে ঘিরে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু হুঁশিয়ারী দিয়ে বলে ছিলেন। নারায়ণগঞ্জের মাটি থেকে আওয়ামী লীগের শিকড়সহ তুলে ফেলতে হবে তা না হলে বিগত দিনে আওয়ামী লীগের সাথে আঁতাত করা শিল্পপতিরা কোন সাহসে কার পারমিশনে মহানগর বিএনপির ব্যানার ইউজ করেন তা নিয়ে রয়েছে দলের মধ্যেই নানা প্রশ্ন।