Logo
Logo
×

রাজনীতি

সদর-বন্দর নিয়েই না.গঞ্জ-৫

Icon

লতিফ রানা

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

সদর-বন্দর নিয়েই না.গঞ্জ-৫

সদর-বন্দর নিয়েই না.গঞ্জ-৫

Swapno

# নিঃসন্দেহে একটি সময়োপযোগী পদক্ষেপ : মাসুদুজ্জামান

# বন্দরবাসী চুড়ান্ত একটি দুর্ভোগ থেকে আজকে রক্ষা পেয়েছে : আবুল কালাম

# এই দাবিটা ছিল বন্দরের জনগণের প্রাণের দাবি : সাগর

 

লতিফ রানা : অবশেষে সুরাহা হলো আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা বিষয়ক জটিলতা। বিশেষ করে বহুল আলোচিত নারায়ণগঞ্জ-৫ আসনের সীমানার একটি বৃহত্তর অংশ বন্দরকে দ্বিখন্ডিত একটি অংশ নারায়ণগঞ্জ-৩ আসনের সাথে যুক্ত এবং অপর অংশকে নারায়ণগঞ্জ-৫ সদর ও সিদ্ধিরগঞ্জ এলাকার সিটি কর্পোরেশন (নাসিক) এলাকার সাথে সম্পৃক্ত করে নির্বাচন কমিশনের প্রস্তাবনার পর খুবই মর্মাহত হয় বন্দরবাসী। বন্দরকে দ্বিখন্ডিত করে প্রদান করে এই প্রস্তাবকে বন্দরের অস্তিত্ব সংকট উল্লেখ করে তীব্র ক্ষোভে ফেটে পড়েন তারা। বন্দরের বিভিন্ন জায়াগায় প্রতিবাদ মিছিল, বিক্ষোভ, সভা-সমাবেশ ও গণকর্মসূচির মাধ্যমে তারা প্রতিবাদ করতে থাকেন। বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক বিভিন্ন মহল থেকে দলমত নির্বিশেষে বন্দরবাসীর পক্ষে কথা বলতে শুরু করেন। এমনকি ইসি কর্তৃক আয়োজিত শুনানিতেও তারা বন্দরবাসীর পক্ষে তাদের অবস্থান তুলে ধরেন। আর এরই ফল হিসেবে বন্দরকে দ্বিখন্ডিত না করে নাসিক নারায়ণগঞ্জ এলাকার কিছু অংশ বর্ধিত করে এবং সদর উপজেলার দুই ইউনিয়ন আলীরটেক এবং গোগনগরকে বাদ দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের চুড়ান্ত সীমানা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এ সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন।

 

গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে শীতলক্ষ্যা নদীর পূর্বপারের পুরো বন্দর এলাকার সাথে পশ্চিমপারের সিটি কর্পোরেশন এলাকার ১১ নং ওয়ার্ড থেকে ১৮ নং ওয়ার্ড পর্যন্ত এলাকাকে সংযুক্ত করা হয়েছে। একই সাথে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন দুটিকে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তা গেজেটে আকারে প্রকাশ করা হবে।

 

 

এই বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত তিনবারের সংসদ সদস্য এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম যুগের চিন্তাকে বলেন, বন্দরবাসী এই রায়ের ফলে চুড়ান্ত একটি দুর্ভোগ থেকে আজকে রক্ষা পেয়েছে। এই রায় বন্দরবাসীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সব দিক থেকেই বিজয়। এতে করে বন্দরের কালচার রক্ষা করা হয়েছে। এটি আল্লাহর রহমত, এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বন্দরকে বিভক্তি করার মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনের সীমানা নির্ধারণের যে প্রস্তাব করা হয়েছিল, তার ফলে পুরো বন্দরবাসী মর্মাহত ছিল। তাই আজকের এই প্রজ্ঞাপনে বন্দরবাসী ঈদের আনন্দের মতোই উপভোগ করতেছে। এর ফলে তাদের সীমানা নিয়ে যে আশঙ্কা ছিল দূর হওয়ার সাথে সাথে তাদের আকাঙ্খাও পূরণ হয়েছে। বন্দরবাসীর দাবি মেনে নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। একই সাথে বন্দরবাসীর ঐক্যকে অক্ষুন্ন রাখার এই দাবিতে আমার সাথে যারা যারা কাজ করেছেন এবং নির্বাচন কমিশনে আমাদের পক্ষে বন্দরবাসীর পক্ষে যুত্তি তর্ক উত্থাপন করে আমাদের দাবি পূরণে সহায়তা করেছেন আমি বন্দরবাসীর পক্ষ হতে তাদের সকলের কাছে কৃতজ্ঞ। বন্দরবাসীর উদ্দেশ্যে বিশেষ করে বন্দরের ৫টি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আজ আপনারা যে পর্যায়ে থাকার সুযোগ পেলেন, আগামীতে আপনারা এই সুযোগের সদ্ব্যবহার করবেন। এভাবেই ঐক্যবদ্ধতা ধরে রাখতে পারলে বন্দরকে কেউ ষড়যন্ত্রের শিকার বানাতে পারবে না।

 

এই বিষয়ে মডেল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ যুগের চিন্তাকে বলেন, আজকের ঘোষণায় বন্দর উপজেলাকে নারায়ণগঞ্জ-৫ আসনের সাথেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং বন্দরের মানুষের জন্য জানাই আন্তরিক শুভকামনা। বন্দর উপজেলা কেবল একটি প্রশাসনিক ইউনিট নয়, এটি নারায়ণগঞ্জের অর্থনীতি, শিল্প ও বাণিজ্যের প্রাণকেন্দ্র। এখানে হাজারো শ্রমিকের জীবন-জীবিকা জড়িত, রয়েছে গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান, নদী ও বন্দরনির্ভর অর্থনীতি। বন্দরের উন্নয়ন সবসময়ই সমন্বিত পরিকল্পনা ও একীভূত নেতৃত্বের দাবি রাখে। তাই এটিকে এককভাবে নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভুক্ত রাখা নিঃসন্দেহে একটি সময়োপযোগী পদক্ষেপ, যা ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থিতিশীলতা ও ধারাবাহিকতা নিশ্চিত করবে। নারায়ণগঞ্জের প্রতিটি নাগরিকই আমাদের সমান অঙ্গীকারের অংশ।


কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তফা সাগর যুগেরচিন্তাকে বলেন, আমি বন্দরের বাসিন্দা। হঠাৎ করে এই ধরণের একটি প্রস্তাবনায় নির্বাচন কমিশনের প্রস্তাবিত সীমানাকে যেভাবে দেখানো হয়েছে তাতে আমাদের হৃদয়ে ব্যথার সৃষ্টি হয়েছিল। যার ফলে আমি তার জন্য প্রতিবাদ করেছি। এখন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমি শুধু খুশিই না, মহা খুশি। এই দাবিটা ছিল বন্দরের জনগণের প্রাণের দাবি। তাছাড়া আমরা বিশ্বাস করি জনতার বিরুদ্ধে গিয়ে কোন কিছুই করা সম্ভব হয় না। তাই নির্বাচন কমিশনের এই সুবুদ্ধির উদয় হওয়ার জন্য এবং বন্দরবাসীর প্রাণের দাবি মেনে নেওয়ার জন্য আমি বন্দরবাসীর পক্ষ হতে নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানাই।


 এর আগে গত ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের তিনটি আসনসহ দেশের ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করার বিষয়ে গত ৩০ জুলাই একটি খসড়া প্রস্তাব প্রকাশ করে নির্বাচন কমিশন। সংসদীয় এলাকার প্রস্তাবিত এই সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ অগাস্ট পর্যন্ত সময় দেয়া হয়। প্রস্তাবিত এই সীমানার বিষয়ে প্রবল আপত্তি আসে নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভূক্ত বন্দর এলাকা থেকে। এই আসনের বিষয়ে একাধিক ব্যাক্তি আপত্তি জানায় এবং গত ২৬ আগস্ট নারায়ণগঞ্জের তিনটি আসনের শুনানির সময় দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের একাধিক ব্যক্তি বন্দরকে দ্বিখন্ডিত না করার বিষয়ে মতামত প্রকাশ করেন। এরফলে বন্দরবাসী অনেকটাই নিশ্চিত ছিল যে, জনগণের প্রবল বিরোধিতার পর নির্বাচন কমিশন অবশ্যই তাদের চাহিদাকে সম্মান জানাবেন। আর গতকালের প্রকাশিত নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে জনগণের মতামতকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করেন সচেতন মহল।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন