Logo
Logo
×

রাজনীতি

বিএনপির না.গঞ্জের নেতাদের কড়া সমালোচনায় মাসুদুজ্জামান

ইউনিয়ন পরিষদে মেম্বার নির্বাচন করে দেখেন,পাস করতে পারেন কিনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

ইউনিয়ন পরিষদে মেম্বার নির্বাচন করে  দেখেন,পাস করতে পারেন কিনা

বিএনপির না.গঞ্জের নেতাদের কড়া সমালোচনায় মাসুদুজ্জামান

Swapno

# চেয়ারে বসতে হলে চেহারা লাগে, যোগ্যতা লাগে

# পার্লামেন্ট নির্বাচন ভিন্ন জিনিস

# ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদার

 

আমিআমি নারায়ণগঞ্জকে ভালোবাসি। আমি যখন নিজেকে ‘মেড ইন নারায়ণগঞ্জ’ বলি, তখন অনেকের গা জ্বলে। আমার চৌদ্দ-পুরুষ এই মাটিতে জন্ম নেওয়া। তা ছাড়া ও অনেকে প্রশ্ন করেন আমি বিএনপি করি কিনা। চেয়ারে বসতে হলে চেহারা লাগে, যোগ্যতা লাগে। আন্দাজে বললেই হবে না। যারা এইসব কথা বলেন, তারা ইউনিয়ন পরিষদে মেম্বার নির্বাচন করে দেখেন, পাস করতে পারেন কিনা। মেম্বার অব পার্লামেন্ট ভিন্ন জিনিস। এইটার মানে আপনি যদি আমাকে বোঝাতে পারেন, তাহলে আসেন, আমি পেছনে চলে যাবো। ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদার! গতকাল সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মাসুদুজ্জামান এসব কথা বলেন। তিনি বলেন, আমাকে চাইলেই আপনারা মিশায়া দিতে পারবেন না। এই দেশ, শহর, জেলা ও নগর আমার। এটা আমার মা। এটা আমাদের শহর, আমাদের নগর, আমাদের বন্দর, আমরা স্থানীয়রাই পরিচয় দিবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, রাজনৈতিক কোনো পরিচয় থাকা যাবে না। আপনার পরিচয় থাকতে হবে আপনি ডাক্তার, মাস্টার, ব্যবসায়ী। আপনারা যারা চব্বিশ ঘন্টা রাজনীতির হিসাব-নিকাশ করেন, আমাদের কাছে আসার স্থান নেই।

তিনি বলেন, গত (২২ সেপ্টেম্বর) দলীয় নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দদের উপস্থিতিতে রাজধানীর ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমি নতুন সদস্য নবায়ন ফ্রম কিনে বিএনপিতে থাকার পর ও আবার নতুন করে যোগদান করি। সেদিনই এক সংবাদকর্মী নারায়ণগঞ্জের একজন বিএনপি নেতাকে ফোন করে এ বিষয় তার অনুভূতি চাইলে তিনি বলেন, বড় লোক মানুষ ঢাকায় চাইজিন খাইতে ইচ্ছা করছিলো তার চাইনিজ হোটেলে গিয়েছিলো। তারা কতটা বিএনপি মনা এটাই তার প্রমাণ তারা বিএনপির কার্যালয়কে চাইনিজ হোটেলের সাথে তুলনা করে দিলো।

তিনি আরো বলেন, তা ছাড়া ও আমি যোগদানের কিছুদিন পরপরই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একজন নেতা যিনি বন্দরে একটি পোগ্রামে গিয়ে বিএনপির এই সদস্য ফ্রমকে ২০ টাকার রিসিটের সাথে তুলনা করেছেন। এটা কি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য হতে পারে এ ধরনের নেতাদের নিয়ে সুষ্ঠ রাজনীতি ও উন্নয়ন হবে না।

এ সময় মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, “মুক্তিযুদ্ধকে ৫৪ বছর ধরে বিভিন্নভাবে বিকৃত করেছে। এ সমস্ত সূর্যসন্তানকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। আমরা এ রকম আর কখনো দেখতে চাই না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থাকবো।

তিনি বলেন, শেখ মুজিব বাকশাল গঠন করে একদলীয় শাসন কায়েম করেছিলেন, আর জিয়াউর রহমান দেশে গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতি ফিরিয়ে আনেন। তিনিই আধুনিক, স্বাধীনচেতা বাংলাদেশের স্থপতি। ২০২৪ সালের আন্দোলন প্রমাণ করেছে আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না। অনেকে গণঅভ্যুত্থানকে ২য় মুক্তিযুদ্ধ বলে আখ্যায়িত করে। তাদের উদ্দেশ্যে বলছি, মুক্তিযুদ্ধ বাংলাদেশে একবারই হয়েছে ৭১ সালে যার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুক্তিযোদ্ধারা আবারও আমাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছেন। আজ আমরা সবাই অঙ্গীকার করি, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে আমরা গড়ে তুলবো ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও আত্মনির্ভর বাংলাদেশ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জসিম উদ্দিন তোতা, সদর উপজেলা ইউনিটের আহ্বায়ক নূর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নূর ইসলাম সরদার, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, এবং “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের সভাপতি নূরুদ্দীন আহমেদসহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন