Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁ ছাত্রদলের শাহজালালের অর্থায়নে ১কিলোমিটার রাস্তা সংস্কার

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

সোনারগাঁ ছাত্রদলের শাহজালালের অর্থায়নে ১কিলোমিটার রাস্তা সংস্কার

সোনারগাঁ ছাত্রদলের শাহজালালের অর্থায়নে ১কিলোমিটার রাস্তা সংস্কার

Swapno

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত অলিপুরা থেকে কেওডালা সড়কের সংস্কার করেছেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল। সরকারি কোনো সহায়তা ছাড়াই নিজস্ব অর্থায়নে প্রায় ১ কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন তিনি। এর ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সোনারগাঁ উপজেলার অলিপুরা থেকে কেওডালা ব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচলের প্রধান মাধ্যম। তবে দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল।

জানা যায়, এই রাস্তাটির সঙ্গে সংযুক্ত রয়েছে বারদি আশ্রম। এছাড়া এই পথে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও একটি হাসপাতাল। ফলে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেও রাস্তাটির সংস্কার হয়নি। বর্ষাকালে পুরো রাস্তায় কাদা ও গর্তে ভর্তি থাকায় চলাচল ছিল চরম কষ্টসাধ্য। এই পরিস্থিতিতে এগিয়ে আসেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল।  এতে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষার্থী, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা।

সংস্কারকাজে ইট, খোয়া, বালু ও মাটি ভরাট করে সড়কটিকে চলাচলের উপযোগী করে তোলা হয়। পুরো কাজটি করা হয় ছাত্রদল নেতা মোহাম্মদ শাহজালাল এর নিজস্ব অর্থায়নে। সংস্কার কাজের উদ্বোধন শেষে ছাত্রদল নেতা মোহাম্মদ শাহজালাল বলেন, “জনগণের দুর্ভোগ দেখে আমরা চুপ থাকতে পারিনি। সরকার যদি কাজ না করে, আমরা তরুণরাই দায়িত্ব নেব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”তিনি আরও বলেন,“এই সড়কটি শুধু চলাচলের রাস্তাই নয়, শিক্ষার্থী, রোগী, পর্যটকদের নিরাপদ যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা চাই মানুষের বাস্তব সমস্যার পাশে থাকতে।”

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন