Logo
Logo
×

রাজনীতি

বহিষ্কার প্রত্যাহারের প্রভাব পড়বে দুইটি আসনে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

বহিষ্কার প্রত্যাহারের প্রভাব পড়বে দুইটি আসনে

বহিষ্কার প্রত্যাহারের প্রভাব পড়বে দুইটি আসনে

Swapno

আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে বিএনপির বহিস্কৃত নেতাদের ভাগ্য খুলতে পারে বলে আলোচনা চলছে। এদিকে বহিস্কার প্রত্যাহারে ভাগ্য খুললে নারায়ণগঞ্জের ৫টি আসনে শুরু হবে নয়া সমীকরণ ও নয়া দ্বন্দ্ব। যাকে ঘিরে বিএনপিতে সৃষ্টি হবে একের পর এক বিশৃঙ্খলা। এদিকে ইতিমধ্যে নারায়ণগঞ্জের যারা যারাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কার হয়েছেন সকলেই নারায়ণগঞ্জের জন্য ফ্যাক্টর বটে। সকলের আলাদা আলাদা বলয়সহ রাজনৈতিক মাঠে রয়েছে আলাদা সমর্থন ও অবস্থান। যাকে ঘিরে সেই অবস্থানকে আরো পাকাঁপোক্ত করার লক্ষ্যেই তারা সকলেই ঝাঁপিয়ে পরতে পারে নির্বাচনের প্রার্থীতা নিয়ে। এদিকে পটপরিবর্তনের পূর্বে বা পরবর্তীতে যারাই বিএনপি থেকে বহিস্কার হয়েছেন তাদের বা তাদের কর্মীদের ইচ্ছা ছিলো তাদের নেতাকে সাংসদ সদস্য হিসেবে আগামী সাংসদে দেখা। সে সময় তাদের হাতে সেই প্রস্তুতি থাকলে ও দলীয় কোনঠাসায় হতে হয়েছে বহিস্কার। যাকে ঘিরে তারা আড়ালে আবডালে সমর্থন দিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের। কিন্তু নির্বাচনের আগে তারা তাদের দলীয় শক্তি ফিরে পেলে আবারো মাঠে জরালো হয়ে নামতে পারে বলে শোনা যাচ্ছে। তা ছাড়া ইতিমধ্যে নারায়ণগঞ্জের একাধিক বহিস্কৃত নেতারা কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে নানা তদবিরের মাধ্যমে নিজেদের বহিস্কার আদেশ প্রত্যাহার করতে চাইছেন। এ দিকে সূত্র জানিয়েছেন, দল তাদের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।



সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৫ আসন মহানগরের আওতাধীন ৫ জন বিএনপি নেতাকে গত ২০২৩ সালের (৩০ ডিসেম্বর) বহিস্কার করেছিলেন বিএনপির দলীয় হাইকমান্ড। এদের মধ্যে হেভিওয়েট নেতা হিসেবে পরিচিতি রয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল ও সদস্য শওকত হাসেম শকু। এরা দুইজনই নারায়ণগঞ্জের বেশ পরিচিতি মুখ। কিন্তু দলীয় বিশৃঙ্খলার দায়ে বহিস্কার হয়ে বর্তমানে এরা দুইজন নারায়ণগঞ্জ-৫ আসনের দুই শিল্পপতি মনোনয়ন প্রত্যাশীদের সমর্থন দিয়ে প্রকাশ্যে কাজ করছেন। কিন্তু নির্বাচনের পূর্বে এদের বহিস্কার আদেশ প্রত্যাহারে এরা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী খাতায় নাম লিখিয়ে বিএনপিতে সৃষ্টি করবে নানা বিশৃঙ্খলা ও সৃষ্টি হতে পারে নয়া সমীকরণ।
এর বাহিরে ও নারায়ণগঞ্জ বিএনপির বহিষ্কৃত দুই নেতা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেনকে ২০২৪ সালের (১৩ ডিসেম্বর) এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২০২৫ সালের (১৫ মার্চ)। এরা দলীয় শৃঙ্খলা দায়ের বহিস্কার হলে ও ইতিমধ্যে পটপরিবর্তনের পরপরই নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রিয়াদ চৌধুরী এমন একটি আলোচনা উঠেছিলো একই সাথে নারায়ণগঞ্জ-৪ আসনে সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন এক বিএনপি নেতার পক্ষে বিরোধী দলীদের ভোট ব্যাংকে আঘাত হানতে ড্যামী প্রার্থী হওয়ার আলোচনা উঠেছিলো। কিন্তু সব আলোচনা বেস্তে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এদের বহিস্কার করা হয়। কিন্তু বর্তমানে সারাদেশের ন্যায় এদের নিয়ে ও ভাবছে বিএনপির দলীয় হাইকমান্ড।



ইতিমধ্যে গতকাল দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দলের ৭ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। একই সাথে আরো জানা গেছে, বিগত দিনে বহিস্কার হওয়া অনেককেই আবার দলে যোগ দেওয়া হবে। এদিকে এই বহিস্কৃতরা দলীয় বিশৃঙ্খলা করলে ও নির্বাচনে আওয়াজে এরা দলের বাহিরে গিয়ে স্বতন্ত্র হবে বলে কোন মন্তব্য না করায় এদের প্রতি সন্তুষ্ট হয়েছে দল যাকে ঘিরে এদের দিকে এবার নজর দিয়েছেন। তা ছাড়া ইতিমধ্যে নারায়ণগঞ্জ-৪ আসন  বা নারায়ণগঞ্জ-৫ আসনে কাউকে দলীয় হাইকমান্ড গ্রিন সিগন্যাল দেয়নি এমতা অবস্থায় এই হেভিওয়েটের নেতারা পূর্ণবহাল হলে বিশৃঙ্খলা, দ্বন্দ্বে, পাল্টাপাল্টি বক্তব্যে ফের স্বগরম হয়ে পরবে রাজনৈতিক অঙ্গন নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী মাঠে শুরু হবে নয়া সমীকরণ। বিএনপির এক নেতা জানান, দল সাংগঠনিক সময় পার করছে। এ মুহূর্তে বহিস্কৃত মতো অভিজ্ঞ ও সক্রিয় নেতাদের দলে ফেরানো অত্যন্ত জরুরি। বিশেষ করে নির্বাচনের তফসিল যদি কাছাকাছি সময়ে ঘোষণা হয়, তবে তাদের সাংগঠনিক শক্তি কাজে লাগাতে পারলে নারায়ণগঞ্জে বিএনপির আন্দোলন আরও জোরদার হবে। তিনি বলেন, তাদের বহিষ্কার করা হলেও তারা কখনও দলের নীতি-আদর্শের বাইরে যাননি। তারা আনুষ্ঠানিকভাবে দলের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন এবং ভবিষ্যতে দলের সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করেছেন। হাইকমান্ড তাদের আবেদন গ্রহণ করে তদন্তের পর ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছেন। এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে শুরু হবে রাজনৈতিক নয়া সমীকরণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন