বিএনপির গুলশান কার্যালয়ে আবারও ডাক পড়েছে না.গঞ্জের মনোনয়নপ্রত্যাশীদের
এম মাহমুদ
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
বিএনপির গুলশান কার্যালয়ে আবারও ডাক পড়েছে না.গঞ্জের মনোনয়নপ্রত্যাশীদের
আজ আবারও ঢাকা বিভাগীয় বিএনপির সকল মনোনয়ন প্রত্যাশীদের গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভার্চুয়ালে এই বৈঠকে অংশ নিবেন। তবে বিএনপির সমর্থকদের অভিমত ঢাকা বিভাগীয় বিএনপির সকল মনোনয়ন প্রত্যাশীরাই উপস্থিত থাকবেন আজকের বৈঠকে। কিন্তু ঢাকা বিভাগের শুধুমাত্র নারায়ণগঞ্জের পাঁচটি আসনের বিএনপির অর্ধশত মনোনয়ন প্রত্যাশী থাকলেও অধিকাংশই দলীয় ভাবে ডাক না পেয়ে হতাশ এবং মনক্ষুন্ন। তবে স্থানীয় ভাবে যেসকল মনোনয়ন প্রত্যাশীরা ডাক পেয়েছেন তাদের সমর্থকরা অভিমত প্রকাশ করছেন। শুধুমাত্র যারাই মনোনয়ন পেতে যাচ্ছেন এবং সম্ভাব্য মনোনয়ন পেতে পারেন তাদের ডাকা হচ্ছে। এদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বি মনোনয়ন প্রত্যাশী এবং তাদের সমর্থকরা হতাশ এবং মনক্ষুন্ন।
সূত্র বলছে, গত ১৯-২০ অক্টোবর নারায়ণগঞ্জের তিনটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বিএনপির দলীয় হাই কমান্ডের সাথে বৈঠক হয় গুলশান কার্যালয়ে। এদিকে সাপ্তাহ না ঘুড়তেই আবারও নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মনোনয়ন প্রত্যাশীরা ঢাকা বিভাগীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নারায়ণগঞ্জের মনোনয়ন প্রত্যাশীরারা আজ ২৭ অক্টোবর গুলশান কার্যালয়ে যাচ্ছেন। তবে এরমধ্যে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সকল মনোনয়ন প্রত্যাশীদের দলীয় পক্ষ থেকে জানানো হয়নি। গুটিকয়েক সমর্থকদেরই জানানো হয়েছে গুলশান কার্যালয়ে যাওয়ার বিষয়ে এদিকে দলীয় ভাবে ফোন পেয়েছে কিনা এ নিয়ে এক মনোনয়ন প্রত্যাশী অপর মনোনয়ন প্রত্যাশীদের মাধ্যমে খোঁজ নিচ্ছে।
কিন্তু যারা ফোন পাননি সেসকল মনোনয়ন প্রত্যাশী এবং তার সমর্থকরা হতাশ এবং মনক্ষুন্ন হয়ে আছে। সূত্র নিশ্চিত করেছেন যে, নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আগামীকাল গুলশান কার্যালয়ে যাচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া। নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আগামীকাল গুলশান কার্যালয়ে যাচ্ছেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আগামীকাল গুলশান কার্যালয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা)আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আগামীকাল গুলশান কার্যালয়ে কোন মনোনয়ন প্রত্যাশী যাচ্ছেন কিনা এখনো স্পষ্ট হওয়া যায়নি।
অপরদিকে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আগামীকাল গুলশান কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি এড. আবুল কালাম সহ আরও অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরাও যেতে পারেন যাদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা গুলশান কার্যালয়ে যাওয়া নিয়ে উচ্ছ্বাশীত। কিন্তু এরমধ্যে গুটিকয়েক নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গুলশান কার্যালয়ে ডাক পেয়েছেন। তবে এরমধ্যে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের অধিকাংশ বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রে ডাক না পেয়ে হতাশ মনক্ষুন্ন হয়েছেন। তাছাড়া দলীয় ভাবে ডাকা না ছাড়া অধিকাংশ মনোনয়ন প্রত্যাশী গুলশানে যেতে ইচ্ছুক না।
এদিকে ডাক না পাওয়া মনোনয়ন প্রত্যাশীর সমর্থকরা ডাক পাওয়া মনোনয়ন প্রত্যাশীরা আগামীকাল গুলশানে বৈঠকে যোগ দিচ্ছেন এমন খবর নিশ্চিত হয়ে হতাশ। এদিকে নাম প্রকাশে অনিচ্ছিুক ডাক পাওয়া বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সাথে কথা হলে জানানো হয়। আমার কাছে দলীয় দায়িত্বশীল পর্যায়ের একজন প্রতিনিধি আমাকে কল করে গুলশান কার্যালায়ে আমন্ত্রণ জানান। পাশাপাশি আমার কাছ থেকে আমার বিগত সময়ের রাজনৈতিক কার্যক্রমে তথ্য উপাত্ত জানতে চাওয়া হয়। পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন কাগজপত্র চাওয়া হয়।


