‘জামায়াতকে ভোট দেয়া জায়েজ নেই’ মন্তব্যে সমালোচনার মুখে মনির কাসেমি
যৃুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
‘জামায়াতকে ভোট দেয়া জায়েজ নেই’ মন্তব্যে সমালোচনার মুখে মনির কাসেমি
# আলোচনায় থাকার জন্য এই মন্তব্য করেছেন তিনি : মাওলনাা আবদুল জব্বার
# কাউকে ঘায়েল করতে ইসলামকে টেনে আনা ঠিক না : মুফতি মাসুম বিল্লাহ
ভোট গুরুত্বপূর্ণ একটি বিষয়। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারণায় নেমে একে অপরকে নানাভাবে ঘায়েল করতে ব্যস্ত প্রচারনায় থাকা মনোনয়ন প্রত্যাশাীরা। আবার নির্বাচন আসলেই অনেকের মাথায় টুপি পড়া বেড়ে যায় বলে সমালোচনা করেন নেটিজেনরা। তাছাড়া আলেম সমাজের অনেকেই বিভিন্ন ফতোয়া দিয়ে দেন। যা নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। সম্প্রতি এক সভায় জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী। একই সাথে তিনি বিএনপির জোটের হয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হয়ে প্রচারনা চালাচ্ছেন। গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে কাসেমী পরিষদের উদ্যোগে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকায় এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। মুফতি মনির হোসেন কাসেমীর এই মন্তব্যে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এমনকি আলেম সমাজের মাঝেও তা নিয়ে সমালোচনা তৈরী হয়েছে।
এদিকে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে অনেক ইসলামী দলের প্রার্থী জান্নাতের টিকিট দেয়, জামায়াতের কড়া সমালোচনা করে তিনি বলেন, পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও কিছু অসাধু ব্যবসায়ী নিচে বাটখারা রেখে ১ কেজির জায়গায় ৮০০ গ্রাম ফল দেয়। আমরা পাল্লাকে পছন্দ করি, কিন্তু ৮০০ গ্রামের পাল্লাকে সমর্থন করি না। আমরা ইসলামকে সাপোর্ট করি, ইসলাম আমাদের প্রাণের স্পন্দন, তবে সেই ইসলাম হতে হবে মদীনার ইসলাম। জামায়াতে ইসলামী নয়। ৮০০ গ্রামের জামায়াতে ইসলামকে আমরা পছন্দ করি না, তাদের ভোট দেওয়াও জায়েজ নয়।’
অপরদিকে এমন মন্তব্যে আলেম সমাজ থেকে শুরু করে সচেতন মহলে ব্যপক আলোচনা সমালোচনার ঝর বইছে। আবার অনেকে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামী এবং জমিয়তে উলামায়ে ইসলাম একসময় ভাই ভাই ছিল। তাছাড়া একটি পক্ষকে ভোট দেয়া জায়েজ নেই এমন ফতুয়া নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেন, ‘আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি। বিগত সময়ে দেখেছে জামায়াতে ইসলামীর দল থেকে মন্ত্রীত্ব হিসেবে দায়িত্ব পালন করেছে তিন্তু তাদের কোন ধরনের দুর্নীতি দেখাতে পারবে না। তারা সততার সাথে দায়িত্ব পালন করে দেখিয়েছে। কে কি বলল তাতে আমরা মনোযোগি না। আমরা দেশের কল্যাণে, মানুষের, সমাজের উন্নয়নে কাজ করতে বিশ্বাসি। মানুষ কাকে সমর্থন করবে এটা তারা বলবে। তিনি হয়ত আলোচনায় থাকার জন্য এই ধরনের মন্তব্য করেছে। আমরা এগুলো নিয়ে ভাবছি না। আমরা দেশের কল্যানের জন্য মানুষের পাশে থেকে কাজ যেতে চাই।’
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ইসলামকে টেনে এনে ফতোয়অ দেয়া ঠিক না। তিনি যে মন্তব্য করেছেন অমুক দলকে ভোট দেয়া জায়েজ নেই। আমরা যদি বলি তিনি যে দলের প্রার্থী ওই দলে কি ভোট দেয়া জায়েজ আছে। আসলে নির্বাচনে কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ইসলামকে টেনে আনা ঠিক বলে মনে করি না। এক সময় তারাই বলে বেড়াত জমিয়ত-জামায়াত ভাই ভাই, আজকে কেন তারা এই ধরণের মন্তব্য করছে আমাদের বোধগম্য নয়।’


