সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিশাল বর্ণাঢ্য র্যালী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিশাল বর্ণাঢ্য র্যালী
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগর যুবদলের বর্ণাঢ্য র্যালীকে সফল করতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা আশিকুর রহমান অনি, আরমান হোসেন, মোফাজ্জল হোসেন আনোয়ার, বাদশা মিয়ার নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এ সময়ে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীদের মুখে নানা শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো শহর।
সোমবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় খানপুর কুমুদ্দিনী থেকে মিছিলটি নিয়ে চাষাড়া মিশনপাড়া ঘুরে মহানগর যুবদলের মূল মিছিল খানপুর হাসপাতাল রোডে এসে যোগদান করেন।
মহানগর যুবদলের শাখা সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই র্যালিকে সফল করতে দুপুর থেকেই সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন ১০টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে কুমুদ্দিনীতে থাকা সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের ব্যানারে পিছনে একতি হয়ে পরবর্তীতে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় ছবিকৃত ব্যানার-ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সাউন্ড সিস্টেম এবং ঢোল বাজনা বাজিয়ে শহরে নজরকাড়া বিশাল শোডাউন করে মহানগর যুবদলের বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
এ সময় নেতৃত্বে থাকা যুবদলের নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ বিপদের মূখে পড়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। আন্দোলন-সংগ্রামে যুবদলের অনেক ভূমিকা।
তিনি বলেন, ছাত্র দল যেভাবে দাবানলের মত চলে ঠিক যুবদল দাবানলের মত ভুমিকা রেখেছে। আমাদেরকে আন্দোলন শিখাতে হবে না। আগামী ফেব্রুয়ারী মাসে এই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরাও ইনশাআল্লাহ এই যুবদলকে বলিষ্ঠ ভূমিকা রাখতে বলব যেন ধানের শীষ প্রতীক যে প্রার্থীই পায় তাকে বিজয়ী করে আনতে পারে।


