Logo
Logo
×

রাজনীতি

‎ মহানগর যুবদলের গ্রুপিং প্রকাশ্যে

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

‎ মহানগর যুবদলের  গ্রুপিং প্রকাশ্যে

‎ মহানগর যুবদলের গ্রুপিং প্রকাশ্যে

Swapno

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটল নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নয়া গ্রুপিংয়ের। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জুড়েই ছিল যুবদল নেতাদের নানা রকম বর্ণিল আয়োজন। এদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সাহেদ আহমেদের নেতৃত্বে ব্যাপকভাবে মহানগর যুবদলের উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অপর একটি ব্যানারে বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ ঐক্যবদ্ধভাবে নগরীতে বিশাল শোডাউনের মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নয়া গ্রুপিংয়ের আত্মপ্রকাশ ঘটালেন। জোসেফ-সাগরকে সঙ্গ দিয়ে প্রকাশ্যে কাজ করছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্ত।

সূত্র বলছে, ২০২৩ সালের ২৯ আগস্ট মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক, সাগর প্রধানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও  সাহেদ আহমেদকে সদস্য সচিব করে ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন তাৎকালীন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না । এর আগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলে মমতাজ উদ্দিন মন্ত আহ্বায়ক এবং মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সুপার ফাইভ কমিটি হয়। সেসময়ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেই ছিলেন এবং আলাদা ব্যানারে মহানগর যুবদলের রাজনীতি করেছেন। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ সেসময়ও ছিলেন পদবঞ্চিত যার ফলে তিনিও আলাদা ব্যানারে মহানগর য্বুদলের রাজনীতি করতেন।

কিন্তু পদবঞ্চিত হলেও প্রায় সময়ই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির নেতৃত্বে থাকা কমিটির সাথে পাল্লা দিয়ে বিভিন্ন কার্যক্রম করে থাকেন। এবার নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে সাংগঠনিক ভাবে ধাক্কা দিতে মহানগর যুবদলের সি. যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানের সাথে ঐক্য গড়ে তুলেছেন। এদিকে সাগর প্রধান বর্তমান মহানগর যুবদলের কমিটি গঠনের পর থেকে সজল-সাহেদের সাথে সক্রিয় থাকলেও সজল-সাহেদের পক্ষ থেকে বক্তব্য আসে তাদের বাহিরে মহানগর যুবদলের রাজনীতি নেই। এরপর থেকেই আবারও নিশক্রিয় হন মহানগর সি. যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান। কিন্তু সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির নেতৃত্বে সজল-সাহেদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মাসুদুজ্জামানের সখ্যতা মহানগর বিএনপির সাথে সামান্য দূরত্ব হওয়ায় সেই সুযোগে জোসেফ-সাগরের নেতৃত্বে মহানগর যুবদলের একাংশের নেতাদের নয়া গ্রুপিংয়ের আত্মপ্রকাশ ঘটান যেটা বহিঃবিকাশ ঘটান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে।

এদিকে জোসেফ-সাগরের নেতৃত্বাধীন মহানগর যুবদলের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এছাড়া সজল-সাহেদের নেতৃত্বাধীন মহানগর যুবদলের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনেও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মাসুদুজ্জামান।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন