Logo
Logo
×

রাজনীতি

মাঠে তৎপর মাসুদুজ্জামান ১০ হাতিয়ার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

মাঠে তৎপর মাসুদুজ্জামান ১০ হাতিয়ার

মাঠে তৎপর মাসুদুজ্জামান ১০ হাতিয়ার

Swapno

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান দেশের বাহিরে অবস্থান করলেও তার পক্ষে (সদর-বন্দরে) জনগণের কাছে ধানের শীষের প্রচারণা পৌঁছে দিচ্ছে ৫ আগষ্টের পরবর্তীতে ও প্রাথমিক মনোননীত প্রার্থী বিবেচিত হওয়ার পর তাকে সমর্থন করে তার পক্ষে কাজ করা ১০ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা। যারা বিগত দিনে অন্য বলয়ের পক্ষে কাজ করলে ও বর্তমানে তারা মাসুদুজ্জামানের হাতিয়ার হিসেবে কাজে আসছেন।


যাদের মাধ্যমে মাসুদুজ্জামান দেশের বাহিরে থেকে ও নারায়ণগঞ্জে তার উৎসবমুখর প্রচারণা চলমান রেখেছেন। তা ছাড়া এই ১০ জন মাসুদুজ্জামানকেই নারায়ণগঞ্জ-৫ আসনের আস্থাভাজন এবং যোগ্যতার চাবি-কাঠিতে সব কিছুর উর্ধ্বে তাকেই দেখছেন। যাকে ঘিরে তার পক্ষে রাজপথে ঝাঁপিয়ে পরেছেন। সেই ১০ জন হাতিয়ার হলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুর খান সেন্টু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী নূর উদ্দিন, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, মহানগর বিএনপির সদস্য এ্যাড. শরিফুল ইসলাম শিপলু,


মহানগর বিএনপির বহিস্কৃত নেতা শওকত হাসেম শকু, বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ¦ শাহেন শাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রানা, মহানগর কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন বর্তমানে মাসুদুজ্জামানের ১০ জন হাতিয়ার মাসুদুজ্জমানের পক্ষে কাজ করছেন। তা ছাড়া এই ১০ জন বর্তমানে তার দূসময়ের সাথী হিসেবে ও থাকবে বলে ধারণা কর্মীদের। এর বাহিরে ও নারায়ণগঞ্জের অনেকেই বলছেন, আগামীতে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর যদি মাসুদুজ্জামান ধানের শীষের কাণ্ডারী হিসেবে থাকেন।


আর জনগণের ভোটের মাধ্যমে বিজয় হন তাহলে (সদর-বন্দর) এলাকায় তার এই ১০ হাতিয়ার জনগণের চোখে প্রভাবশালী হিসেবে গন্য হবে। এদিকে বর্তমানে মাসুদুজ্জামান মনোনীত হওয়ার পরপরই একটি অংশ তাকে সমর্থন না দিয়ে তার বিরুদ্ধে মাঠে থাকায় তা নিয়ে মাসুদুজ্জামানের এই ১০ হাতিয়ার ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।


সূত্র বলছে, গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক বসে। পরে ওইদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সারাদেশে ২৩৭ আসনে দল মনোনীত চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। এরমধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান মাসুদকে বেছে নেয় বিএনপি। এদিকে আসনটিতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল। এরা কেউ বর্তমানে বিএনপির এই প্রাথমিক মনোনীত প্রার্থী মাসুদুজ্জমানকে নিয়ে প্রকাশ্যে সমর্থন দেয়নি। সকলেই চূড়ান্ত মনোনয়ন ঘোষণার দিন পর্যন্ত মাঠে এককভাবে থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন এবং বর্তমানে করছেন।


এদিকে, নারায়ণগঞ্জ-৫ আসনে প্রাথমিক ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে এসব অপপ্রচার চললেও থেমে নেই মাসুদুজ্জামানের ১০ হাতিয়ার। তারা সদর ও বন্দরের নির্বাচনী এলাকাগুলোতে ছুটে বেড়াচ্ছেন। দলীয় প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। পৌঁছে দিচ্ছেন দলের ৩১ দফা কার্যক্রমের লিফলেটও। একইসঙ্গে দল ও দলের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কণ্ঠ সোচ্চার রেখেছেন তারা।


তারা বলছেন, মাসুদুজ্জামানকে যোগ্য বিবেচনা করেই বিএনপি মনোনয়ন দিয়েছে। কেননা, মনোনয়ন প্রক্রিয়াটি মাঠপর্যায়ের জরিপ ও বিগত সময়ে দলের প্রতি ভূমিকার বিষয়গুলো বিবেচিত হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারে অংশ নেওয়ার মধ্য দিয়ে দলের হাইকমাণ্ডকে অমান্য করা হয়। এই ধরনের অপপ্রচার থেকে বিরত থেকে ধানের শীষের জোয়ার তৈরিতে সহযোগী হওয়ার আহ্বান জানান তারা।


এদিকে একটি সভায় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, আজকে তথাকথিত একটি শ্রেণি অপপ্রচারে লিপ্ত। তাদের একটিই খায়েশ। তারা প্রচার করতেছে এইটা চূড়ান্ত (মনোনয়ন) লিস্ট না, এইটা নাকি প্রাথমিক লিস্ট। এই প্রচার করে লাভ হবে না। আপনারা জানেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে বিএনপিতে যোগদান করানোর আগে এই নারায়ণগঞ্জ-৫ আসনে অনেক যাচাই-বাছাই করে তারপর যোগদানের নির্দেশ দিয়েছে।


তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড এবং বন্দর উপজেলা। আমাদের লড়াই হবে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অতীতে অস্বীকার করেছে সেই গোষ্ঠীর সাথে। মাসুদুজ্জামান মাসুদ আমাদের ব্যবসায়ীদের প্রতিনিধি, ক্রীড়াঙ্গণের প্রতিনিধি, আন্তর্জাতিক পোশাক শিল্পের প্রতিনিধি। বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে আজকে আধুনিক বাংলাদেশ নির্মাণের দিকে এগিয়ে যেতে হবে।


মাসুদুজ্জামনের পক্ষে এক গণসংযোগে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নেতৃত্বে সকলের সম্মিলিতভাবে আগামীতে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ইতোমধ্যেই অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছেন, আসলে মাসুদ ভাই ও তার পরিবার একটি বিএনপি পরিবার। এবং তারা জাতীয়তাবাদী দলের দর্শনে বিশ্বাস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং নীতি অনুসরণ করে। এবং মাসুদুজ্জামান মাসুদ ভাই তিনি নিজের সম্মত দিয়ে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়ে মানুষের কল্যাণে কাজ করছেন।


তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল যাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুপ্ত স্বৈরাচার হিসেবে চিহ্নিত করেছে। সেই গুপ্ত স্বৈরাচাররা নির্বাচনকে বানচাল করার জন্য দেশে ও বিদেশে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে মাসুদ ভাইয়ের পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে কাজ করছি।


মাসুদুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচার দলকে ক্ষতিগ্রস্ত করছে মন্তব্য করে মহানগর যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম সজল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এটা দলের নেতাকর্মীদের জন্য মঙ্গলজনক নয়। সবশেষে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, ধানের শীষের প্রার্থীদের নিয়া নোংরা ষড়যন্ত্র কোনোভাবেই কাম্য না এবং মেনে নেয়া হবে না। ইনশাআল্লাহ। অপপ্রচার আর নোংরামো করে দলের ক্ষতি করছেন এবং দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
মাসুদুজ্জামানের পক্ষে তার এই বিএনপির ১০ হাতিয়ার নেতারা মাঠে তৎপর হয়ে কাজ করছেন। কোন মতেই তারা মাসুদুজ্জামানের বিরুদ্ধে কোন প্রকারের অপপ্রচার মানতে রাজি নয়। তারা যোগ্য হিসেবে আগামী দিনে চূড়ান্ত ও সর্বশেষ নারায়ণগঞ্জ-৫ আসনে সাংসদ সদস্য হিসেবে মাসুদুজ্জামানকেই চায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন