বন্দরে জনস্রোত দেখালেন সাখাওয়াত-কালাম-টিপু-বাবুল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
বন্দরে জনস্রোত দেখালেন সাখাওয়াত-কালাম-টিপু-বাবুল
# মাসুদুজ্জামান অতীতে স্বৈরাচারী সরকারের সাথে আতাঁত করে নিজের ব্যবসা বড় করেছেন : এড. সাখাওয়াত
# ত্যাগীদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হোক : আবুল কালাম
# ত্যাগীদের মনোনয়ন দেওয়ার জন্য আমরা শীর্ষ নেতাদের আহবান করেছি : এড. টিপু
# না.গঞ্জ মনোনয়ন রিভিউ হলেই দলের ত্যাগীরা মূল্যায়িত হবে : বাবুল
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে বন্দর থানা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণমিছিলে হাজারো হাজারো নেতাকর্মী নিয়ে জনস্রোত তৈরি করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির ৪ মনোনয়ন বঞ্চিত নেতা মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সাবেক সাংসদ এড. আবুল কালাম, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর বিএনপি নেতা আবু জাফর বাবুল।
এদিকে সংকটময় সময়ে নারায়ণগঞ্জ-৫ আসন বাঁচাওয়ের ঐক্যবদ্ধ স্লোগানে ঐক্যমত প্রকাশ করতে দেখা যায় বন্দর থানার আওতাধীন ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের সকলেই বিগত দিনের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা পরিচিত এই চার মুখের নেতাদের সাদরে গ্রহণ করে নেন। একই সাথে সেখানে থাকা তৃণমূলের দাবি, বিগত আন্দোলন সংগ্রামে হামলা-মামলার শিকার, রাজপথের ত্যাগীদের হাতেই যেন মনোনয়ন তুলে দেওয়া হয়। তাহলেই নারায়ণগঞ্জ-৫ আসন রাজপথে ঐক্যবদ্ধ ভূমিকা পালনে সক্ষম হবে। এদিকে গণমিছিলে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামতে দেখা যায়। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো বন্দরনগরী।
গতকাল শুক্রবার (২১ নভেম্বর) বিকেল চারটায় বন্দর ২৩নং ওয়ার্ডের কবিলের মোড় থেকে লিফলেট বিতরণ ও গণমিছিল শুরু করে বন্দর পৌরসভার সামনে নিয়ে চিতা শালের মোড় হয়ে সিরাজদ্দৌলা মাঠের দিয়ে বন্দরবাজার হয়ে বন্দর খেয়া ঘাটের গিয়ে শেষ হয়। এদিকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণ, দোকানদার ও পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এ সময় মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, আজকে লিফলেট বিতরণ কর্মসূচি জনস্রোতে পরিনত হয়েছে। আর এটার মূল কারন এখানে যারাই উপস্থিত আছে সবাই মাঠ পর্যায়ের ত্যাগী নেতা। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যাকে দল থেকে প্রাথমিক ভাবে নমিনেশন দেয়া হয়েছে, তিনি স্বৈরাচারী সরকারের আমলে তাদের সাথে আতাত করে নিজের ব্যবসাকে বড় করে তুলেছেন অথচ দলের মধ্যে তার কোন অবদান নেই। এ বিষয় দলের হাই কমান্ডের কাছে লিখিত আবেদন করেছি এই আসনের প্রার্থীতার বিষয় রিভিউ করতে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয় আমাদের মতামত নিয়েছেন অচিরেই এটার ফলা ফল আমরা পাবো। দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে আমরা তার হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবো
সাবেক সাংসদ আবুল কালাম বলেন, স্বৈরাচারী সরকারের নির্যাতনের শিকার আমরা সবাই। মামলা হামলা, নির্যাতন সব ষড়যন্ত্রের মধ্যেও আমরা দলের স্বার্থে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজ ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণ করছি। নেতৃবৃন্দের কাছে দাবি, ত্যাগী নেতাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হোক। ত্যাগী নেতাদের মধ্যে যাকেই মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করবো।
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, নির্বাচন পণ্ড করতে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত। আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে যেন দেশনায়ক তারেক রহমান দেশে ফিরতে না পারেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করবো। ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়ার জন্যও আমরা শীর্ষ নেতাদের আহবান করেছি।
মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল বলেন, আমরা আজকেই এই লিফলেট বিতরন কর্মসূচিতে আহবান করবো দলের ত্যাগী নেতাদের মধ্য থেকে মনোনয়ন দেয়া হউক আমরা তার পিছনে দলের পক্ষ হয়ে কাজ করবো। কারন দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা হয় তাহলে দলের তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা সম্ভব হবে না। কারন দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে সরাসরি যোগাযোগ ত্যাগী নেতাদের। তাই আমি দলের হাই কমান্ডের কাছে আহবান করবো মনোনয়ন রিভিউ করা হউক। এতে করে দল ও দলের নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।
এ সময় বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার সভাপতিত্বে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, আওলাদ হোসেন, বরকত উল্লাহ, ফারুক হোসেন, মহানগর শ্রমিক দলেল সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নাজমুল হক, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী,
আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


