Logo
Logo
×

রাজনীতি

মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু

ফ্যাসিস্ট আ.লীগ-গডফাদার ওসমান পরিবারের দালাল মোহাম্মদ আলী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

ফ্যাসিস্ট আ.লীগ-গডফাদার ওসমান পরিবারের দালাল মোহাম্মদ আলী

ফ্যাসিস্ট আ.লীগ-গডফাদার ওসমান পরিবারের দালাল মোহাম্মদ আলী

Swapno



নারায়ণগঞ্জ-৪ আসনে সাবেক এমপি মোহাম্মদ আলী নির্বাচন করার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গডফাদার ওসমান পরিবারের দালাল বলে আখ্যায়িত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু ইউসুফ খান টিপু।


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ফেসবুকে লিখেন, ‘১৯৭১ সালে মহান স্বাধীধতার ৫৪ বছর পর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্ট্যান্ডবাজি করে তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ও গডফাদার ওসমান পরিবারের দালাল, তেল ও পানি মোহাম্মদ আলী ২৯ নভেম্বর জেলার ফতুল্লা থানার বক্তবলীর স্মৃতি স্তম্ভে ১৩৯জন শহীদ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখানো যে নাটক করে, তাতে শহীদ মুক্তিযোদ্ধাদের শান্তি পায় নাই।


কারণ ৫৪ বছরের ভিতরে একবারও এবং এমনকি গত ১৬ বছর ফ্যাসিস্টদের দালালী করায় অবস্থায়ও কোন দিবসে বক্তবলীর শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে স্মৃতি স্তম্ভে যান নাই, হঠাৎ করে তার যাওয়া নারায়ণগঞ্জবাসীর বুঝতে পেরেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার স্ট্যান্টবাজি। তাই বক্তবলীর সহ ফতুল্লা ও নারায়ণগঞ্জ জেলার সকল গণতান্ত্রিকমনা ও স্বাধীনচেতা এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও নারায়ণগঞ্জের চিহ্নিত গডফাদার ওসমান পরিবারের দালাল হিসেবে খ্যাত ও পরিচিত এই তেল ও পানির ঘটনার নায়ক নিজেকে রাজনৈতিকভাবে আড়াল করার জন্য এবং নারায়ণগঞ্জের পরিবেশকে ঘোলা পানিতে মাছ শিকার করে


পরিস্থিতিকে ঘোলাটে করে গোপনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে পরিচিত ওসমান পরিবারকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার তার নীল নকশা বাস্তবায়ন করার জন্য হঠাৎ ওসমান পরিবারের ইন্ধনে নারায়ণগঞ্জ-৪ আসনে ফতুল্লা থানায় এলাকা জাতীয় সংসদ নির্বাচন অংশ গ্রহণ করা ঘোষণা দিয়ে রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করতে চাচ্ছে। তাই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে পরিচিত ওসমান পরিবারের পতনের জন্য আন্দোলন যে কয়টি দল করেছি, আমাদের উচিত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গডফাদার ওসমান পরিবারের দালাল মোহাম্মদ আলীকে বয়কট করা ও তাকে অবাঞ্চিত ঘোষণা করা।


এজন্য বিএনপির ও অঙ্গসংগঠন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং ফতুল্লা থানা সহ বক্তবলীর সকলকে তাকে অবাঞ্চিত ঘোষণা করে বয়কট করি ও প্রতিহত করার জন্য আহ্বান করছি। আমরা বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গডফাদার ওসমান পরিবারের দালাল বহুরূপী মোহাম্মদ আলীর চারিত্রিক নাটকের ইতিহাস ভুলে গেলে চলবে না। বহুরূপী, তেল ও পানি মোহাম্মদ আলী প্রতিষ্ঠিত হওয়া মানে সমাজে ফ্যাসিস্ট আ’লীগ ও গডফাদার ওসমান পরিবার সমাজে ও নারায়ণগঞ্জের প্রতিটি স্থানে প্রতিষ্ঠিত হওয়া একই কথা।


তাই নারায়ণগঞ্জের সম্মানিত সকল মুক্তিযোদ্ধাদের অনুরোধ করছি আপনারা সম্মানিত ও জাতির বীর সন্তান, আপনারা এই বহুরূপী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নারায়ণগঞ্জের গডফাদার ওসমান পরিবারের দালাল মোহাম্মদ আলীকে কোন রুপ ছাড় দিবেন না এবং পাশে থাকবেন না। কারণ সে আপনাদের ব্যবহার করে সম্মানিত হতে চায় ও তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করে ফায়দা লুটতে চায়। দেশের কোন মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নারায়ণগঞ্জের গডফাদার ওসমান পরিবারকে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত করতে চায় না।’



Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন