Logo
Logo
×

রাজনীতি

মনির-আনুতে মাসুদুজ্জামানের ম্যাজিক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

মনির-আনুতে মাসুদুজ্জামানের ম্যাজিক

মনির-আনুতে মাসুদুজ্জামানের ম্যাজিক

Swapno

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের কনিষ্ট আস্থাভাজন বিএনপি নেতা মনির সর্দার ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বর্তমানে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাথার তাঁজ (মুকুট) হিসেবে আখ্যা পেয়েছেন। বর্তমানে নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতিকে শুশৃঙ্খলসহ নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণা, গণসংযোগসহ বর্তমানে দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি নির্বাচনী সমাবেশ,খালেদা জিয়ার সুস্থতার দোয়া, তবারক বিতরণ, সদকা হিসেবে গরুর মাংস বিতরণ সব কিছুই স্বশরীরে থেকে সকলকে নির্দেশনা দিয়ে করাচ্ছেন বিএনপি নেতা মনির ও আনু।


তা ছাড়া বর্তমানে বিএনপি ও অঙ্গসংগঠনের বড় বড় ডাক সাইডের নেতাদের সাথে ডিল করাসহ নিয়মিত কি কি কার্যকালাপ পরিচালনা করতে হবে সেসকল বিষয়ে সকলকে গাইডলাইন দিয়ে থাকেন  মনির সর্দার ও আনোয়ার হোসেন আনু। এর বাহিরে ও প্রতিটি বিষয়ে বর্তমানে মনির ও আনুর দারস্ত হতে হয় বিএনপির ডাকসাইডের নেতাদের। যারা এতোদিন বড় বড় পদে থেকে মাথা উঁচু করে রাজনীতি করে গিয়েছেন এরা এখন কোন পদ-পদবী না থাকলে ও শুধু মাসুদুজ্জামান মাসুদের আস্থাভাজন নেতা হওয়ায় মনির সর্দার ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর পিছনে বিএনপি নেতা ঘুরছেন। যাকে ঘিরে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মুকুট এই দুই বিএনপি নেতা মনির ও আনু।


সূত্র বলছে, চলতি মাসের (১৪ জুন) নগরীর বরফকল মাঠে মেজবান তথা ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন মাসুদ। সেখানে বিএনপির নেতাকর্মীরা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সেই সাথে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাসুদুজ্জামান তার নির্বাচনের বাসনা জানান। সে সময় এই বিশাল পোগ্রামটি শুশৃঙ্খলভাবে পরিচালনার মাস্টার মাইন্ড ছিলেন এই মনির সর্দার ও আনোয়ার হোসেন আনু।


এর আগে ও জিয়াউর রহমানের শাহাদাৎ বাষির্কী পালনে মহানগরের নেতাদের সাথে নানাভাবে ডিল করে সপ্তাহ ব্যাপী দোয়ার কর্মসূচি ও গাড়ির শোডাউন সফলভাবে পালনের পিছনেও ছিলেন এই মনির ও আনু। এরই মধ্যে গত (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন মাসুদুজ্জামান। এর পর থেকেই মাসুদুজ্জামানের এই দুই লড়াকু সৈনিকের তার সমর্থনে বিএনপির একটি বিশাল অংশ মাঠে সক্রিয়ভাবে কাজ করে যান।


যারা মাসুদুজ্জামানের মনোনয়ন প্রাপ্তিতে সমর্থন যুগিয়ে যান। সেই সাথে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে কাজ করে যান। তা ছাড়া মাসুদুজ্জামান মনোনয়ন প্রত্যাশী থাকাকালীন (সদর-বন্দর) এর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন চাঙা রাখতে মাঠে থেকে নিরলস ভূমিকা পালন করেছেন এই মনির সর্দার ও আনোয়ার হোসেন আনু। তা ছাগা গত (৩ নভেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা পান মাসুদুজ্জামান। সে সময় মাসুদুজ্জামান দেশের বাহিরে অবস্থান করলে ও তার অবর্তমানে পুরো নারায়ণগঞ্জ-৫ আসন শুশৃঙ্খলভাবে গুছিয়ে রেখেছিলেন এই দুই নেতা।


তা ছাড়া সর্বশেষ গত (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনী প্রথম বিশাল সভায় কোন প্রকারের বিশৃঙ্খলা দেখা যায়নি। নেতাকর্মীরা সফলভাবে কিভাবে বরফকল মাঠে আসবে যে কোথায় অবস্থান নিবে, বন্দরের নেতাকর্মীরা যে কোন ঘাট দিয়ে পাড় হয়ে সমাবেশস্থলে অংশ নিবে। কে কত লোক নিয়ে সভাস্থলে আসবে সবকিছুর মনির ও আনুর গাইডলাইনে পরিচালিত হয়েছে। বর্তমানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদর-বন্দরের বিভিন্নস্থানে দোয়াসহ মাসুদুজ্জামান কেন্দ্রিক এমনকি বর্তমানে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন কেন্দ্রিক সকল পোগ্রাম  এমনকি সব কিছুই নিয়ন্ত্রণ বিএনপি নেতা মনির সর্দার ও আনোয়ার হোসেন আনুর হাতে।


এদিকে বর্তমানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুর খান সেন্টু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক এড. হুমায়ূন কবির, মহানগর বিএনপির সদস্য শওকত হাসেম শকু, মহানগর বিএনপির সদস্য বিল্লাল হোসেন, এড. শিপলু, মোনায়ার হোসেন শোখন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রানা, মহানগর কৃষকদলের আহ্বায়ক এনামুল খন্দকার স্বপনসহ বন্দর থানা বিএনপি, বন্দর উপজেলা বিএনপি, সদর থানা বিএনপির এই সকল নেতাকর্মীরা সকলেই বর্তমানে সেই মনির সর্দার ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর দারস্ত হতেন এখন ও হচ্ছেন।


বর্তমানে নতুন করে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, ফতেহ মোহাম্মদ রেজা রিপন এমনকি মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ও মাসুদ শিবিরে ভিড়ে দারস্ত হচ্ছেন মনির সর্দার ও আনোয়ার হোসেন আনুর। এর বাহিরে ও নতুন করে বহিস্কার আদেশ প্রত্যাহারে আসতে যাচ্ছেন মহানগর বিএনপির সদস্য হান্নান সরকার ও সুলতান। যাকে ঘিরে বলা চলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতিক নিয়ন্ত্রক বর্তমানে মনির সর্দার ও আনোয়ার হোসেন আনু।  একারণে রাজনীতিতে নামার সময় গত ১৪ জুন মাসুদুজ্জামান এক অনুষ্ঠানে বলেছিলেন, আপনাদের আমি বলে দিতে চাই মাসুদুজ্জামান মানেই মনির সর্দার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন