Logo
Logo
×

রাজনীতি

বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন নির্বাচনের পর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন নির্বাচনের পর

বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন নির্বাচনের পর

Swapno

 এয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতকার্মীদের গতিশীল করার লক্ষ্যে দীর্ঘদিন বিতর্কিত কর্মকাণ্ডে জর্জরিত থাকাসহ মেয়াদোত্তীর্ণ কমিটিতে হাত দেওয়ার প্রক্রিয়া চালু করেছে বিএনপি। যাকে ঘিরে নির্বাচনের পূর্বেই ত্যাগীদের আশা আকাঙ্খা পূরণ হতে যাচ্ছে। গত সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বরগুনা জেলাধীন সব উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। জানা গেছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।


এদিকে ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বর্তমানে ভঙ্গুর অবস্থায় একই সাথে গত ৩ বছর যাবৎ মহানগর বিএনপির আংশিক কমিটিতে সীমাবদ্ধ একইভাবে থানা কমিটিগুলো ও আংশিক কোন প্রকারের পূর্নাঙ্গ করতে হাত দিতে পারেনি মহানগর বিএনপি। তা ছাড়া বর্তমানে মনোনয়নকে কেন্দ্র করে মহানগর বিএনপির বিশাল ফাটল ও বিভক্ত লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে মহানগর যুবদল ও জেলা যুবদল বর্তমানে একই পথের প্রথিক হয়ে দাঁড়িয়েছে। মহাননগর যুবদল ৩ বছর যাবৎ কমিটি পেয়ে তাদের কমিটি কোনভাবে পূর্ণাঙ্গ করলে ও দিতে পারেনি একটি ও ইউনিট কমিটি ।


একই সাথে জেলা যুবদল নিজেদের কমিটি পারেনি পূর্ণাঙ্গ করতে একই সাথে দুর্বল থাকা ইউনিট কমিটিগুলো নিয়ে ও কোন প্রকারের পদক্ষেপ নেই। এদিকে বর্তমানে রাজনৈতিক পেক্ষাপটে বিএনপি ও যুবদল-ছাত্রদলই রাজনৈতিক মূল পয়েন্টগুলোতে থাকে। এদিকে আগামী নির্বাচনকে ঘিরে বিএনপিকে জনগণের কাছে তুলে ধরতে বিএনপি-যুবদল-ছাত্রদলের কমিটিকে অতন্ত শক্তিশালী হতে হবে। সেই লক্ষে কাজ শুরু করেছে বিএনপি। সূত্র জানিয়েছে, ইতিমধ্যে কোন প্রকারের বিতর্কে থাকতে চান না বিএনপি। যাকে ঘিরে ক্লিন ইমেজ দিয়ে কমিটি সাজিয়ে নির্বাচনের পূর্বেই বিএনপিকে চাঙা করে তুলবে।


ইতিমধ্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালের লাইফ সার্পোটে রয়েছে। যাকে ঘিরে বর্তমানে দলীয় কর্মসূচি বর্তমানে দোয়া ও মাহফিল আর কিছুই নয়। এর মধ্যে ও বেঁছে বেঁছে যাচাইয়ের মাধ্যমে কমিটিতে হাত দিচ্ছেন বিএনপির হাইকমান্ড। তা ছাড়া নারায়ণগঞ্জের এ সকল কমিটিতে নির্বাচনের পূর্বে না হলে নির্বাচনের ১ মাস পর পরপরই আর না থাকার ঘোষণা প্রায় চূড়ান্ত। যাকে ঘিরে ইতিমধ্যে আগামীতে কারা সেই পদে স্থান নিবে সেগুলো ও প্রায়া চূড়ান্ত হয়ে পরেছে বলে জানিয়েছে সূত্র।


সূত্র বলছে, গত ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হলে ও গত ৩ বছরে থানা ও ওয়ার্ডে উন্নতি থাকলে ও নিজেদের কমিটিতে নেই কোন প্রকারের উন্নতি। এদিকে গত ৩ বছরে কমিটি পূর্ণাঙ্গ না হওয়ার কারণে নিজেদের মধ্যেই একাধিক বিভক্তি লক্ষ্য করা যায়। তা ছাড়া বিগত দিনে যারা দলের জন্য ত্যাগ ও সংগ্রাম করে কমিটিতে ভালো স্থান পাচ্ছে না মহানগরীতে তারা ও মহানগর ঘিরে উদ্বেগ প্রকাশ করায়। ইতিমধ্যে হেভিওয়েটের একাধিক প্রার্থী ইতিমধ্যে মহানগর বিএনপির মূল কমিটিতে স্থান পেতে প্রস্তুত।


একই সাথে ২০২৫ সালের (২ ফেব্রুয়ারী) জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে গত (২৪ মার্চ) মামুন মাহমুদকে আহ্বায়ক ও মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে প্রথম যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক করা হয় মাশুকুল ইসলাম রাজীব। পরবর্তীতে কেন্দ্র থেকে এই তিনজন নেতাকেই সাইনিং পাওয়ার দেয়া হয়। তা ছাড়া ৩৩ সদস্য বিশিষ্ট উন্নতি কমিটি গঠন করা হয়। সাইনিং পাওয়ার আসার পর তাদের নিকট দায়িত্ব ছিল প্রতিটি ইউনিট ভেঙ্গে নবরূপে সাঁজানো যেটা দলীয় প্রধানের নির্দেশনা ছিল সেই সাথে জেলা বিএনপির সম্মেলনের প্রস্তুতি নেয়া।


কিন্তু ইতিমধ্যে নির্বাচন ঘনিয়ে আসলে ও সেদিকে কোন প্রকারের চিন্তা নেই নেতাদের নেতারা মনোনয়ন যুদ্ধ ও কোন্দলে ব্যস্ত। তা ছাড়া ২০২৩ সালের (২৯ আগষ্ট) মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক, সাগর প্রধানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও  সাহেদ আহমেদকে সদস্য সচিব করে ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণাসহ নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক করা হয় সাদেকুর রহমান সাদেককে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে।


এর পর থেকে দফায় দফায় কেন্দ্রের কঠোর নির্দেশনা থাকলে ও মহানগর যুবদল নিজেদের কমিটি প্রায় ১ বছর পর পূর্ণাঙ্গ করলে ও পারেনি ইউনিট কমিটি গঠন করতে। একই ভাবে বছর পেরুলে ও জেলা যুবদল দিচ্ছে না পূর্ণাঙ্গ বা ইউনিট কমিটি। যাকে ঘিরে বর্তমানে নির্বাচনের পূর্বে অনেকটাই দুর্বল অবস্থায় রয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতিতে। বর্তমানে দুর্বল থাকা কমিটিতে হাত দিচ্ছে বিএনপি যাকে ঘিরে ইতিমধ্যে সেই আলোচনায় উঠছে নারায়ণগঞ্জ।




Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন