Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ-১ আসনে

দুর্বল প্রার্থীতায় জয়ের পথে বিএনপির দিপু ভূইয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

দুর্বল প্রার্থীতায় জয়ের পথে বিএনপির দিপু ভূইয়া

দুর্বল প্রার্থীতায় জয়ের পথে বিএনপির দিপু ভূইয়া

Swapno

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা প্রদান করেছে। তার মাঝে ৩ জানুয়ারি যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন দুই প্রার্থী। তবে, বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ বাকি ছয়জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির। নির্বাচনের মাঠে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পুরোদমে মাঠে প্রচারনায় রয়েছে।


দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে উঠান বৈঠক, সভা-সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া মোস্তাফিজুর রহমান ভ্্ূইয়া দিপুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মত তেমন ভাবে হেভিওয়েট কোন প্রার্থী নেই। যারা প্রার্থী হয়ে মাঠে রয়েছেন তাদের বেশির ভাগই দুর্বল প্রার্থী হিসেবে মনে করেন তার সমর্থকরা। তবে এখানে জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার দীর্ঘ দিন মাঠে কাজ করায় তিনি অনেকটা আলোচনায় রয়েছেন। কিন্তু তিনিও তেমন ভাবে শক্তিশালী প্রার্থী হিসেবে নিজেতে দাড় করাতে পারেন নাই বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধ মহল। তাছাড়া ১০ দলী জোটের প্রার্থী হিসেবেও জামায়াত থেকে চুড়ান্ত ভাবে তার নাম এখনো ঘোষনা হয় নাই।


এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসনে যাচাই-বাছাইতে বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. মনিরুজ্জামান চন্দন। তাদের মধ্যে সাবেক যুবদল নেতা দুলালের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাই-বাছাই করতে গিয়ে সঠিক তথ্য পাননি বলে জানান জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে, সিপিবির প্রার্থী মনিরুজ্জামান তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় স্বাক্ষর করেননি বলে জানান জেলা নির্বাচন রিটার্নি কর্মকর্তা রায়হান কবির।


বৈধ বলে ঘোষিত প্রার্থীরা হলেন,গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল কাইয়ুম শিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. রেহান আফজাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা। এদের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিস,ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলাম ১০ দলীয় জোট থেকে তিন জনের থেকে একজন প্রার্থী থাকবে মাঠে। এই দিক দিয়ে বিএনপির প্রার্থীর জন্য লড়াইটা আরও সহজ হয়ে যাবে।


এছাড়া বিএনপি মনোনীত মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর বিপক্ষে তারই দলের সহযোগি সংগঠন যুবদলের নেতা দুলালের প্রার্থীতা বাতিল হওয়ায় তিনি অনেকটা জয়ের পথে হাটছে বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধ মহল।  


নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির এমপি প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সনের  ১২ ফেব্রুয়ারির ভোট গ্রহনে মানুষকে নিয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরত কামনা করে দোয়া চেয়ে যাচ্ছেন। সেই সাতে তিনি নিজ উদ্যোগে দোয়ার আয়োজন করে যাচ্ছেন।
অন্যদিকে তথ্যমতে, ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে চার লক্ষাধিক ভোটার নিয়ে নারায়ণগঞ্জ-১ রুপগঞ্জ আসনটি গঠিত।  নির্বাচনী এই আসনে রয়েছে ছোট,বড় ও মাঝারি  কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠান। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে পূর্বাচল উপশহর এ আসনের অন্তর্ভুক্ত।


জানায্য়া, নারায়ণগঞ্জ-১ আসনে জাতীয় পার্টি থেকে সুলতান উদ্দিন ভুইয়া ১৯৮৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম আব্দুল মতিন চৌধুরী ১৯৭৯ সালে প্রথম এবং পরে ১৯৯১ সালে রূপগঞ্জ থেকে এমপি নির্বাচিত হয়ে বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ এমপি হন। পরে ২০০১ সালের নির্বাচনে আবারো আব্দুল মতিন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়ে বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।


২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে গোলাম দস্তগীর গাজী ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্রাচনে বিএনপি জামায়াত ভোট বর্জন করলে বিনা ভোটের নির্বাচনে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। ২০১৮ সনে রাতের ভোটে ২০২৪ সনে ডামি নির্বাচনের ভোটে গোলামদস্তগীর গাজী এমপি হন। এই আসনটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত।


দীর্ঘ দিন পরে ভোটের মাঠ ফিরে পাওয়ায় নারায়ণগঞ্জ-১ আসনটি আবারও বিএনপির নিয়ন্ত্রণে ফিরে পেতে শক্তিশালী প্রার্থী না থাকায় জয়ের পথে হাটছে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। তার সাথে সমকক্ষ প্রার্থী হিসেবে তেমন কেউ না থাকায় তিনি মাঠে পুরোদম প্রচারনা চালিয়ে যাচ্ছেন।


বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জের জনগণ ত্রয়োদশ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আমি প্রতিটি ভোটারকে অনুরোধ করবো তারা যেন গিয়ে ভোট প্রদান করেন। তাছাড়া নির্বাচনে আমি কাউকে দুর্বল প্রার্থী হিসেবে মনে করি না। সকলকেই শক্তিশারী প্রতিযোগি মনে করে মানুষের কাছে যাচ্ছি। রূপগঞ্জকে ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক ও দুর্নীতি মুক্ত করে গড়ে তোলতে চাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন