Logo
Logo
×

রাজনীতি

কালামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাখাওয়াতের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

কালামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাখাওয়াতের

কালামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাখাওয়াতের

Swapno

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এড. আবুল কালামের পক্ষে মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। গতকাল রোববার (৪ জানুয়ারী) খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনার আয়োজিত দোয়ার অনুষ্ঠানে মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তিনি এই আহ্বান জানান।


আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের মধ্যে অনেকেই নমিনেশন চেয়েছিলাম যাকে ঘিরে আমাদের মাঝে অনেক ধরনের গ্রুপিং সৃষ্টি হয়েছিলো। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসায় নারায়ণগঞ্জের ৫টি আসনে পাঁচজন প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের সকলের নৈতিক দায়িত্ব হলো আমাদের দলের ঘোষিত ৫ জন প্রার্থীকে নির্বাচিত করা। তাছাড়া আগামী (১২ ফেব্রয়ারী) এয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটে নারায়ণগঞ্জ-৫ আসনে আমরা এড. আবুল কালাম সাহেবকে নির্বাচিত করবো।


তিনি আরো বলেন, মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের সকলেই আবুল কালাম সাহেবের পক্ষে মাঠে ঝাঁপিয়ে পারবো। তা ছাড়া আগামী কাল থেকেই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কালাম সাহেবের ধানের শীষের পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবো। তা ছাড়া আমাদের মধ্যে থাকা কাঁদা ছোড়াছুরির মধ্যে দিয়ে যদি অন্য কোন দল সুবিধা নিয়ে যায় তাহলে আমাদের বিগত ১৫ বছরের ত্যাগ-ত্রিতিক্ষা-কষ্ট আরো বহু গুনে দীর্ঘায়িত হবে। যাকে ঘিরে আমাদের এখন ঐক্যবদ্ধভাবে কালাম ভাইকে জয়যুক্ত করাই থাকবে আমাদের মূল লক্ষ্যে।


উল্লেখ্য,  গত (৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ জেলার চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করে। যার মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদকে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও বিএনপি নেতা আবু জাফর বাবুল। প্রথম থেকেই তারা সবাই মাসুদুজ্জামানের বিরোধিতা করে আসছিলেন।


এর ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা বাতিলের দাবিতে একাট্টা হয়ে এক টেবিলে বসেন এই চার মনোনয়ন প্রত্যাশীরা যাকে ঘিরে সেখান থেকেই মনোনয়ন পরিবর্তনের দাবি শুরু হয়। কিন্তু সর্বশেষ গত ১৬ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিরাপত্তা ইস্যু ও পারিবারিক চাপের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। তবে এই ঘটনার পর থেকে মাসুদুজ্জামান বলয়ের নেতাকর্মী, অনুসারী ও সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে তার সিদ্ধান্ত বদলের দাবি জানিয়ে আসছিল।


সর্বশেষ সিদ্ধান্ত বদল না করলে মাসুদুজ্জামানের বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠান ঘেরাও করার ঘোষণা দিয়েছেন তারা। এর ফলশ্রুতিতে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে সিদ্ধান্ত বদল করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মাসুদুজ্জামান মাসুদ। এ দিকে এই ঘটনার মাত্র একদিনের ব্যবধানে শনিবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দাবি করেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।


অন্যদিকে মাসুদুজ্জামান মাসুদ এই আসনে এখনও নিজেকে বিএনপির প্রার্থী বলে দাবি করে আসছেন। এমতা অবস্থায় তৃতীয় দফায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি পেয়েছেন আবুল কালাম। এ সময় গত (২৮ ডিসেম্বর) চূড়ান্ত মনোনয়নের চিঠি পান যা হলনামার সাথে সংযুক্ত করতে হয়। কিন্তু সে সময় ও বিএনপির প্রার্থীর সাথে সাথে বিএনপি থেকে দুই প্রার্থী মনোনয়ন জমা দেন তারা হলেন সাখাওয়াত ও বাবুল। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন চূড়ান্ত খবর পেয়ে যাচাই-বাছাইয়ের আগেই মনোনয়ন প্রত্যাহার করেন তারা এবং সেখান থেকেই এড. আবুল কালামকে সমর্থন দিয়ে দেন। বর্তমানে ধীরে ধীরে কালামের পক্ষে একাট্টা হচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন