Logo
Logo
×

রাজনীতি

গুলশানে তলব হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

গুলশানে তলব হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা

গুলশানে তলব হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা

Swapno

নারায়ণগঞ্জ জেলা পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিত অনেকেই স্বতন্ত্র হিসেবে বিএনপির প্রার্থীর বিপরীতে বিদ্রোহের জন্য নির্বাচনে রয়েছেন। এসকল প্রার্থীদেরই বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে তলব করা হচ্ছে। এছাড়া এসকল প্রার্থীদের সাথে স্বয়ং তারেক রহমানও কথা বলছেন। তবে ইতিমধ্যে একাধিক প্রার্থী তারেক রহমানের সাথে আলোচনার পর প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।


এদিকে নারায়ণগঞ্জের স্বতন্ত্র প্রার্থীদের কেন্দ্রে তলব করা হলেও এখনো  অনেকেই যায়নি। সেই সাথে যারা গিয়েছেন তারা অনেকেই তারেক রহমানের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। এখনো কোন প্রকার সিদ্ধান্ত নেননি।


সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এখনো অস্বস্তি কাটেনি বিএনপির। এজন্য স্বতন্ত্র প্রার্থীদের গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পর্যায়ক্রমে তলব করছে দলটি। ইতোমধ্যে বেশ কয়েকজন ‘বিদ্রোহী প্রার্থী’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।


এছাড়া যাচাই-বাছাইয়ের সময় তথ্যে গরমিল পাওয়ায় নারায়ণগঞ্জের একাধিক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তফসিলে ঘোষিত সময়সীমার মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নিবে বলে নিশ্চিত করেছে। নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সাবেক সাংসদ স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে এসকল প্রার্থীরা প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন। কিন্তু এসকল প্রার্থীদের কেন্দ্রে এখনও তলব করা হয়নি।


অপরদিকে নারায়ণগঞ্জ-৩,৪ আসনের বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনকে এখনো তলব না করা হলেও গুলশান বিএনপির কার্যালয় থেকে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী শাহ আলমকে গুলশান কার্যালয়ে তলব করা হয়েছে যেটা তিনি খোদ নিজেই নিশ্চিত করেছেনঅ। অপরদিকে নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুরকে কেন্দ্রে তলব করা হলে তিনি কেন্দ্রে গিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাখে সাক্ষাৎ করেছেন।


কিন্তু এখনো প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে কোন প্রকার সিদ্ধান্ত গ্রহণ করেননি। কিন্তু নারায়ণগঞ্জের চারটি আসনেই বিএনপি প্রার্থীর বিপরীতে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র হয়েছেন। তবে এরমধ্যে তিনটি আসনে স্বতন্ত্র হয়ে বিএনপির মনোনীত প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ-২,৩,৪ এই তিনটি আসনে স্বতন্ত্রের সম্ভাবনা রয়েছে। তবে তারেক রহমানের সাথে সাক্ষাৎ বা গুলশান কার্যালয়ে তলবে প্রার্থীতা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন