মঙ্গলবার   ০৭ মে ২০২৪   বৈশাখ ২৪ ১৪৩১   ২৯ শাওয়াল ১৪৪৫

উপজীব্য

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:২০ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

বাঁচতে চাইলে উপজীব্য লাগে
এই যেমন পাখির উপজীব্য শোভিত বৃক্ষ,

মাছের আধার নদী
বাউলের একতারা হলে মন্দ কী!

 

সাপের উপজীব্য মৃত্তিকার ঘ্রাণ
আঁকড়ে থাকে পরস্পর খুনসুটি,

আমার উপজীব্য তুমি...

 

মিলন মাহমুদ