শনিবার   ০৪ মে ২০২৪   বৈশাখ ২১ ১৪৩১   ২৫ শাওয়াল ১৪৪৫

বিজয়ের মা 

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:২১ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার

আমি বিজয় দেখিনি
বিজয়ের মাকে এখনো দেখি,
এপথ ওপথ ঘুরে ঘুরে বিজয়কে খুঁজে ফেরে
বিজয় কোথায়? বিজয়, আমার বিজয়।

 


ক্লান্ত মা, বয়সের ভারে ঋজু দেহ,
মা এখন চোখে দেখেনা কানে শোনে না।
তাঁর বিজয় গিয়েছে যুদ্ধে।
মা তাঁর অনন্ত সময় ধরে বসে আছে
বিজয়ের প্রতীক্ষায়, বিজয়, বিজয়
আমার বিজয় কোথায়? বিজয়।

 

বিজয় আসবে, বিজয় আসবে তো?
একদিন হয়তো বিজয় আসবে,
মা তাঁর বিজয়ের স্বপ্ন নিয়ে
বিজয়কে খুঁজে ফেরে বিজয়,
বিজয়, বিজয় কোথায়, আমার বিজয়।

 

ফাহমিদা আজাদ