বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

সাকিবের রাজকীয় প্রত্যাবর্তন

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ২০ জানুয়ারি ২০২১ বুধবার

এক বছরেরও বেশি সময় ক্রিকেট থেকে বাহিরে থাকার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। ফিরলেন বললেও ভুল হবে। বলতে হবে রাজার হালে ফিরলেন। এতদিন ক্রিকেট থেকে বাহিরে থেকেও সব চাপ উপেক্ষা করে ৭ ওভার ২ বলে ২টি মেডেনসহ ৮ রানে একে একে তুলে নিলেন ৪টি উইকেট। এর চেয়ে ভাল ফেরা আর কী হতে পারে।

 

এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে ফেরায় স্বাভাবিকভাবেই তার উপর দর্শকের চাহিদার চাপ ছিল অনেক বেশী। কিন্তু সব চাপ এড়িয়ে উল্টো পুরো বোলিংটাকেই উপভোগ করলেন তিনি। আর তাইতো তার মুখের চওড়া হাসিটি সবার হৃদয় ছুঁয়ে গেল। 

 

সাকিবকে যোগ্যভাবেই সঙ্গ দিলেন অভিষিক্ত হাসান মাহমুদ। হাসান ৬ ওভার বল করে ২৮ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। মোস্তাফিজুর রহমান ৬ ওভার বল করে ২০ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট। আর বাকী ১টি উইকেট তুলে নেন মেহেদী হাসান। মেহেদী ৭ ওভার বল করে ২৯ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট।

 

আর তাতেই ৩২ ওভার ২ বলে ১২২ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের হিসেবের খাতা।

 

সাকিবের এই রাজকীয় প্রত্যাবর্তনে বেশ খুশি দলসহ ক্রিকেট বোদ্ধা ও সমর্থকরা। খুশি দর্শক, খুশি বাংলাদেশ।