মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১   ১৫ শাওয়াল ১৪৪৫

মোহাম্মদ আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্ণামেন্টর পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:২১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

চ্যালেঞ্জ গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হলো মোহাম্মদ আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ এশা শহরের খানপুর পোলষ্টার ক্লাব’র মাঠে এই খেলা অুনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় জে,এস টিম, এবং রানার-আপ তল্লা লিজেন্ট।

 


পোলষ্টার ক্লাবের সভাপতি মো. আলমগীর কবীর বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।

 

এ সময় খোকন সাহা বলেন, এই খানপুর আমার নিজের এলাকা। খুব সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভাল লাগছে। খেলাধূলা সমাজে মাদকাশক্তি রোধ করে। এখন অনেক পরিবর্তন হয়েছে। আগে প্রতিদিন এখানে আসতাম। অনেক চিপাচাপা দিয়ে বাড়িঘরে ঢুকতে হতো। মাঠের সামনে আমার বন্ধু আকবর এর বাড়ি। তাকে দেখে আসলাম। শ্বাসকষ্টে ভোগছে।

 

তিনি আরো বলেন, সাইফুল হাসান রিয়েল খেলাধূলার মাধ্যেমে এগিয়ে যাবে। ওর উজ্জল ভবিষৎ কামনা করছি। আগামীতে শহরের প্রত্যেক ওয়ার্ডে পোলষ্টার ক্লাবের মতো খেলার মাঠ করা হবে। 


বিশেষ অতিথির বক্ত্যেবে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূর্ঁইয়া সাজনু বলেন, মোহাম্মদ আলী খুব ভাল মনের মানুষ ছিল। খেলাধূলার মাধ্যেমে মোহম্মদ আলী আমাদের মাঝে বেঁচে থাকবে। এ.বি.এম সাইফুল হাসান রিয়েল আগামীর নেতৃত্বদানকারী। সামনে ওর জন্য পুরস্কার অপেক্ষা করছে। আজকের এই বিশাল অনুষ্ঠান তার প্রমান। রিয়েল খেলাধূলার মাধ্যেমে এগিয়ে যাও। সমাজের কাজ করলে তুমি অনেকে দুর এগিয়ে যাবে।

 

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাধক কাজিমউদ্দিন প্রধান, মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক এডভোকেট নূরুল হুদা, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু, মো. আবুল হোসেন, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সামসুজ্জামান ভাষানী, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, খানপুর ব্রাঞ্চ রোডের পঞ্চায়েত কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর পোকন।

 

এছাড়া উপস্থিত ছিলেন, পোলষ্টার ক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামান, সভাপতি মাসুম কবীর, মো. কামরুজ্জামান, এস,এম বাতেন, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসলাম, ১১ নংওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি মাহালউদ্দিন মালু, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মো. জসিমউদ্দিন, ১২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এডভোকেট আলাউদ্দিন আহমেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ হেনা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-অর-রশিদ কাজল, মেসার্স শাহীন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন,

 

 বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লোয়িজ এসোসিয়েশনের সহসভাপতি আলহাজ্ব লোকমান আহমেদ, ১১নং ওয়ার্ডের কার্যকরী সদস্য মো. রাকিব সরদার, মো. কামাল হোসেন। মাঠ কর্মী নাঈম হাসান মিশাল, শুভ, স্বপন, মোমেন, মোল্লা মনির, টিটু, রবিউল, রাতুল কবির, নিয়াজ, দান, দ্বীপ, অপূর্ব, হৃদয়, কাসফি, রাইসুল, রাব্বিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক তত্বাবধায়নে ছিলেন, টুর্ণামেন্টের আহ্বায়ক ও পোলষ্টার ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এ.বি.এম সাইফুল হাসান রিয়েল। অনুষ্ঠান সঞ্চলনা করেন মো. টিপু সুলতান।