সোমবার   ০৬ মে ২০২৪   বৈশাখ ২৩ ১৪৩১   ২৮ শাওয়াল ১৪৪৫

নাসিক ৮ নং ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:১২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

নাসিক ৮ নং ওয়ার্ডের নিউ আইলপাড়া আবদুল মান্নান বাড়ি হতে ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান বাড়ি এবং মতিউর রহমান বাড়ি হতে আবুল কাশেমের বাড়ির দুইটি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার ( ১৮ ফেব্রুয়ারি) সকালে এই নির্মাণ কাজের উদ্ধোধন করেন ৮নং ওয়ার্ড এর কাউন্সিলর রুহুল আমিন। ২৯০ মিটারের এই রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের নির্মাণ ব্যায় ধরা হয় ৬৪ লাখ ৭১ হাজার টাকা।

 

এ সময় উপস্থিত ছিলেন, আইলপাড়া পঞ্চায়াতে কমিটির সভাপতি মো. ইসমাইল মাদবর, বায়তুল ফালাহা জামে মসজিদ সভাপতি হাজি  আবু মুছা, নিউ আইল পাড়া সমাজ কল্যাণর সভাপতি মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক হাজি মোস্তফা কামাল, অর্থ সম্পাদক মোস্তফা হাওলাদার ও হাবিবুর রহমান, হাজি আব্দুল লতিফ, মনিরুল ইসলাম, খোশেদ আলম প্রমুখ।