সোমবার   ০৬ মে ২০২৪   বৈশাখ ২২ ১৪৩১   ২৭ শাওয়াল ১৪৪৫

চাঁনমারীতে অগ্নিকাণ্ড, ভস্মীভূত গ্যারেজসহ দোকান ও বসতঘর

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার

ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন চাঁনমারী বস্তি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৮টি দোকান, ঘর ও একটি রিকশার গ্যারেজ পুড়ে গেছে। এসময় আগুনের ভয়াবহতায় বস্তিসহ এর চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

সোমবার (২২ মার্চ) দিবগত রাত সাড়ে ১২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনের প্রকৃত কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

 

আগুন লাগার খবর পেয়ে ফতুল্লা, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

 

বৈদ্যুতিক শর্টসাকিট অথবা মশার কয়েল থেকে আগুনে সূত্রপাত ঘটতে পারে উল্লেখ করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার পরে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পরে। অগ্নিকাণ্ডে একটি রিকশার গ্যারেজ সহ ২৮টি দোকান ও বসতঘর পুড়ে গেছে।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।