রোববার   ১৯ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১১ জ্বিলকদ ১৪৪৫

অস্ত্র ও ফেন্সিডিলসহ পুলিশের এসআই গ্রেফতার

সোনারগাঁ প্রতিনিধি

যুগের চিন্তা

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার

 সোনারগাঁয়ে অস্ত্র ও ফেন্সিডিলসহ পুলিশের এসআইসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে মাইক্রোবাস থেকে দু’টি বিদেশী পিস্তল, ২৫ রাউন্ড গুলি, দু’টি হ্যান্ডকাফ ও ২৪০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়৷

সোমবার (২২ মার্চ)  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি দল তাদের আটক করে র‌্যাব। পরে রাতে তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতাররা হলেন, পুলিশের উপপরিদর্শক ( এসআই) কায়কোবাদ পাঠান (৩০) তার সহযোগী সোহেল মিয়া (৩২) ও রবিন হোসেন (৩০)।

কায়কোবাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে একই জেলার সিদ্ধিরগঞ্জ থানায় দায়িত্বরত ছিলেন


তিনি৷র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে র‌্যাব-৩ এর একটি দল  গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি সাদা মাইক্রোবাস থামিয়ে তল্লাশী চালায়।  এ সময় মাইক্রোবাসে দু’টি বিদেশী পিস্তল, ২৫ রাউন্ড গুলি, দু’টি হ্যান্ডকাফ ও ২৪০ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করে র‌্যাব। তিনজনকে আটকের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।



সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ সকল তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ এসআইসহ থেকে তিনজনকে গ্রেফতারের পর পুলিশে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মামলা দায়ের করা হয়েছে।