শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

আড়াইহাজারে মাস্ক না পরায় ১৬ জনের জরিমানা

আড়াইহাজার প্রতিনিধি

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার

আড়াইহাজারে মাস্ক না পরে বাইরে ঘুরে বেড়ানোর সময় ১৬ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরো বেশ কয়েকজনকে সতর্ক করে দেয়া হয়।

 

বুধবার (৩১ মার্চ) বিকেল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার সদর এলাকায় আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

তাদেরকে ১৯৬০ সালের দন্ড বিধির ১৮৮ ও ২৬৯ ধারায় এসব জরিমানা করেন তিনি। এ সময় আর্থিক সাজাপ্রাপ্তদের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়, এবং তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। 

 

ইউএনও সোহাগ হোসেন বলেন, বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর ’দ্বিতীয় ঢেউ’ সামলানোর পদক্ষেপের অংশ হিসাবে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণই পারে প্রশাসনের এই নির্দেশগুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা কামনা করেন।