রোববার   ০৫ মে ২০২৪   বৈশাখ ২২ ১৪৩১   ২৭ শাওয়াল ১৪৪৫

লকডাউনে মার্কেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

যুগের চিন্তা

প্রকাশিত : ০৬:০০ পিএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ শিমরাইলে মার্কেট খুলে দেওয়ার দাবিতে সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।

 

মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১ টায় শিমরাইল মোড় হাজী আসহান উল্লাহ সুপার মার্কেট এর সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন বিভিন্ন মার্কেটের দুই শতাধিক ব্যবসায়ীগণ। মানববন্ধন শেষে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ করে ব্যবসায়ীরা। 

 

মানবন্ধনে প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেয়ার অনুরোধ জানিয়ে ব্যবসায়ীরা বলেন, নাহলে ব্যবসায়ীদের না খেয়ে মরতে হবে। গত বছর লকডাউনে আমরা ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেয়ার জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি না মানলে, বেঁচে থাকার তাগিদে সামনে আরো কঠোর আন্দোলনে যেতে হবে।

 

উল্লেখ্য, গতকালও মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।