শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ২০ রমজান ১৪৪৫

না’গঞ্জে ৬ এপ্রিল নমুনা পরীক্ষা ৬৮৯, শনাক্ত ১৩৯, মৃত্যু ৩

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩৯ জন। করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন থেকে প্রকাশিত করোনা বিষয়ক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।


সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৯ জনকে করোনা পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার শতকরা ২০। 
 

জেলা সিভিল সার্জনের তথ্যানুযায়ী নারায়ণগঞ্জে এখন পর্যন্ত মোট করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৮৯ হাজার ৫৬১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৯৪ জন এবং মৃত্যু হয়েছে মোট ১৭৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ১৯১ জন।