বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

পানি সংকটে ওয়ার্ডবাসীর পাশে  কাউন্সিলর শাওন অঙ্কন

বন্দর প্রতিনিধি

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার

 নারায়ণগঞ্জ সিটি করপোরেশনরে ২৩ ও ২৪নং ওয়ার্ডের বাসিন্দাদের সুপেয় পানির সংকটের সময় পাশে এসে দাড়িয়েছেন ওয়ার্ডটির সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শাওন অঙ্কন। গতকাল নাসিক ২৩, ২৪নং ওয়ার্ডবাসীর সুপেয় পানির ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে স্থাপিত পানির পাম্পটি যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো হয়ে পড়ে।

 


এর পরেই সুপেয় পানির সংকটে পড়ে নাসিক ২৩, ২৪নং ওয়ার্ডবাসী। এই সময় নিজ ওয়ার্ডের বাসিন্দাদের পাশে এসে দাড়ান নারী কাউন্সিলর শাওন অঙ্কন। তিনি বিশুদ্ধ পানির সংকট সমাধানে ২৩ ও ২৪নং ওয়ার্ডের ৫ টি এলাকায় সাময়িক ভাবে খাবার পানির সংকট সমাধান করেন। এ বিষয়ে কাউন্সিলর শাওন অঙ্কন বলেন, ওয়ার্ডবাসীর জন্য স্থাপতি পানির পাম্পটি যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো হয়ে পড়ায় ওয়ার্ডবাসী সুপেয় পানির সংকটে পড়ে। তাই ওয়ার্ডবাসীর সুবিধার জন্য পানিবাহী গাড়িতে করে পানি সরবরাহ করেছি। এবং এর পাশাপাশি দ্রুতই অকেজো হয়ে পড়া পাম্পটিও ঠিক করা হয়েছে।