শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১   ১৭ শাওয়াল ১৪৪৫

শ্রমিক নেতা পলাশের পক্ষে  স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৩:০১ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মরহুম ইদ্রিস আলী ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের পক্ষ থেকে ৫ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (হ্যান্ড গ্ল্যাভস, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার)  বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ট্রলার, বাল্কহেড শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৪০৪৩) এর সামনে থেকে ট্রলার, বাল্কহেড ও নৌযান শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের শ্রমিক এবং নানা পেশার শ্রমিকদের মাঝে  মরহুম ইদ্রিস আলী ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের চেয়ারম্যান ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের পক্ষ থেকে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন সংগঠনের পরিচালক মোখলেসুর রহমান তোতা ও মো. আনিসুর রহমান মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন রেজি নং ৪০৪৩ এর সহসভাপতি মো. হারুন মোল্লা, মামুন ড্রাইভার, নাজমুল ইঞ্জিনিয়ার, সুমন সুকানি, হাসান সুকানিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, শ্রমজীবী মানুষের পরম বন্ধু আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ করোনা মহামারী শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে শ্রমজীবী মানুষের পাশে থেকে ঘরে ঘরে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে গিয়ে তিনি নিজেও করোনায় আক্রান্ত হন এবং লাখো মানুষের দোয়ায় করোনামুক্ত হয়েছিলেন। বর্তমানেও তিনি অসুস্থ তারপরও তিনি শ্রমজীবী মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন।