মঙ্গলবার   ০৭ মে ২০২৪   বৈশাখ ২৪ ১৪৩১   ২৮ শাওয়াল ১৪৪৫

শুক্রবার সকাল নয়টা থেকে পাঁচটা শপিংমল খোলা

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে শুক্রবার থেকে দোকানপাট ও শপিংমল খোলা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে যারা স্বাস্থ্যবিধি প্রতিপালন করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুশিয়ারী দেয়া হয়েছে।


 
গতকাল বৃহস্পতিবার সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা পত্র মন্ত্রিপরিষদ বিভাগের ওয়োবসাইটে উল্লেখ করা হয়।


 
নির্দেশনা পত্রে উল্লেখ করা হয় যে, আগামী ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে, স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং একইসাথে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে।