বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

দুই টাকার বদলে পাঁচ টাকা টোল আদায়

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:৫০ পিএম, ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

বক্তাবলী খেয়াঘাটে যাত্রী সাধারণের কাছ থেকে ইচ্ছে মতো টোল আদায় করা হচ্ছে। সরকারের নির্ধারিত টোল হলো দুই টাকা। কিন্তু যাত্রীদের কছ থেকে আদায় করা হচ্ছে পাঁচ টাকা করে। এছাড়া তরকারী সহ বিভিন্ন পণ্য পরিবহনে যথেষ্ঠ টোল আদায় করছে ইজারাদাররা।

 

জানা গেছে, স্থানীয় চেয়ারম্যান শওকত আলীর মেয়ের জামাইয়ের নেতৃত্বে একটি ক্যাডার বাহিনী বিগত তেরো বছর ধরে এই ঘাটের ইজারা নিচ্ছেন। তারা আর কাউকে টেন্ডার ড্রপ করতে না দিয়ে নাম মাত্র মুল্যে নিচ্ছেন ইজারা। তার উপর ডাবলের বেশি টোল আদায় করা হচ্ছে। আরো জানা যায়, চেয়ারম্যানের জামাইয়ের নেতৃত্বে সন্ত্রাসী মিন্টু, দুদু, সিদ্দিক, বদু, আনোয়ার, আবদুল আজিজ, আফজাল, সেন্টু, সুমন, হাসিম, রুহুল ও কাদির এই সিন্ডিক্যাটের সাথে জড়িত। কেউ সরকারের নির্ধারিত টোলের বেশি দিতে না চাইলে তাদেরকে মারধোর করা হয়।

 

ফলে এই সন্ত্রাসী চক্রের কাছে জিম্মি হয়ে পরেছে এই খেয়াঘাট দিয়ে পাড়াপাড়কারী সাধারণ যাত্রীরা। তাই এ বিষয়ে অবিলম্বে স্থানীয় এমপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছে বক্তাবলী এলাকাবাসী।