রোববার   ১৯ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১১ জ্বিলকদ ১৪৪৫

মামুনুলের রয়েল রিসোর্ট কাণ্ডে গ্রেফতার ১

সোনারগাঁ প্রতিনিধি

যুগের চিন্তা

প্রকাশিত : ০৬:২১ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার

সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজত নেতা মামুনুুলের নারী ঘটিত কাণ্ডে ঘেরাও ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী সাগর মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। সাগর হেফাজতের একজন সমর্থক বলে জানায় পুলিশ। সাগর চরগোয়ালদীর আবদুল বাতেনের ছেলে।

 

গ্রেফতারের সত্যতা স্বীকার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, তাকে গ্রেফতারের উদ্দেশ্যে সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশের একাধিক দল। শুক্রবার সকালে তাকে উপজেলার চরগোয়ালদী গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ৩ এপ্রিল হেফাজতে ইসলামের তৎকালীন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে সোনারগাঁর একটি রিসোর্টে নারীসহ ঘেরাও করে স্থানীয়রা। এ ঘটনায় হেফাজতের সমর্থকদের ভাঙচুর-সহিংসতার ঘটনায় সাতটি মামলা হয়।