শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবী জানিয়েছে এনইউজে

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৮ মে ২০২১ মঙ্গলবার

দেশের খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে নির্যাতন করে মিথ্যা মামলা সাজিয়ে কারাগারে প্রেরন করার জন্য তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিক  নির্যাতনের সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছে নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন।তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবী করেন এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুৃন্নেসা কে অপসারনের দাবী জানান।নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার বিকেলে বঙবন্ধু সড়কের সংঘঠনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। 

 

জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের রিপোর্টার আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখের নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহআলম, সাধারন সম্পাদক শরীফউদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এবং যমুনা টেরিভিশনের স্টাফ রিপোর্টার আমির হুসাইন স্মীথ, সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের প্রতিনিধি আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ ফটো সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ইমামুল হাসান স্বপন, যুগ্ম সম্পাদক ও সময় টেলিভিশনের রিপোর্টার শওকত এ সৈকত, কোষাধ্যক্ষ প্রণব রায়, ইনডিপেনডেন্ট টেলিভিশনের  হাসান উল রাকিব, অনতু রেজা, দৈনিক প্রথম আলোর সাংবাদিক মজিবুল হক পলাশ, গোলাম রব্বানী শিমুল, দিনার মাহমুদ, শফিকুল ইসলাম সোহেল, দৈনিক সংবাদের সৌরভ হোসেন, সমকালের প্রতিনিধি এম এ খান মিঠু, ফটো সাংবাদিক তাপস সাহা, মেহেদী হাসান সজিব, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাসেল আদিত্যসহ বিপুল সংখ্যক রিপোর্টার এবং ফটো সাংবাদিক। 

 

সভায় বক্তারা বলেন সাংবাদিক রোজিনাকে মুক্তি না দেয়া হলে রাজপথে কঠোর আন্দোলন করা হবে।