শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

দেড় মাস যাবৎ ওসি শূন্য রূপগঞ্জ থানা

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:২৫ পিএম, ১৮ মে ২০২১ মঙ্গলবার

দেড় মাস ধরে ওসি শূন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা। পরিদর্শক (তদন্ত) মো. জসিমউদ্দিন একা সামলাচ্ছেন নিজ দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত কর্মকর্তার সকল কাজ। গত ৩০ মার্চ রূপগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদিরকে পুলিশের এন্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়। তারপর থেকেই নতুন কোন ওসিকে পদায়ন করা হয়নি এই থানায়। রূপগঞ্জ থানা একটি জনগুরুত্বপূর্ণ থানা।

 

ঢাকার পার্শ্ববর্তী ও পূর্বাচল নতুন শহর প্রকল্প হওয়ায় এখানে যেমন রয়েছে ভূমিদুস্যতা তেমনি মাদকের ট্রানজিট রুট হিসেবেও ব্যবহার করা হয়। অথচ এ থানায় দেড় মাস ধরে ওসির পদ শূন্য। ফলে এলাকায় ভূমিদুস্যতা, ডাকাতি, ছিনতাই, মানবপাচার, মাদক কারবারসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

 

নতুন ওসি নিয়োগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, রূপগঞ্জ থানায় পরিদর্শক (তদন্ত) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে শীঘ্রই এই থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হবে।