বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১   ১৬ শাওয়াল ১৪৪৫

জাতির পিতা বিআরডিবিকে সমবায় কেন্দ্রিক করেছেন : বাবু 

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২৪ মে ২০২১ সোমবার

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭২এর সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ঘটবে দুইটি খাতের মাধ্যমে। তার মধ্যে একটি হচ্ছে রাজস্ব অন্যটি সমবায় খাত। দেশ স্বাধীনতার পর জাতির পিতা শেখ মুজিব বিআরডিবিকে সমবায় কেন্দ্রিক করে গ্রামীন জনপদকে দ্রুত উন্নয়নে পদক্ষেপ নেন।

 

তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প-২০২১ বাস্তবায়নের ধারাবাহিকতায়, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে সমবায় সংগঠনকে আরও কার্যকর করার নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। 

 

আড়াইহাজার উপজেলা পরিষদের মিলনায়তনে আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজন  উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন। 

 

সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, জাতীয় অর্থনীতিতে সমবায় কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎশিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ক্ষেত্রে উন্নয়নসহ, গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিশাল অবদান রাখছে। আজ সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড আড়াই হাজার উপজেলা শাখা প্রতিটি সদস্য দেশ প্রেমে উদ্বদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নেে সোনার বাংলা গড়তে নিবেদিত হয়ে কাজ করার আহবান জানান।


বিআরডিবির চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউএনও সোহাগ হোসেন, জেলা বিআরডিবির উপ-পরিচালক মিজানুর রহমান, সাবেক বিআরডিবির চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, আড়াইহাজার পৌর মেয়র  সুন্দর আলী, উপজেলা ভাইস রফিকুল ইসলাম ও ঝর্না রহমান প্রমুখ।