বৃহস্পতিবার   ০২ মে ২০২৪   বৈশাখ ১৯ ১৪৩১   ২৩ শাওয়াল ১৪৪৫

নদী পথে চাঁদাবাজির প্রতিবাদে বাল্কহেড মালিক সমিতির প্রতিবাদ সভা

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:১৫ এএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার

নদী পথে চাঁদাবাজি, অরাজকতা এবং  বালুমহাল এ অতিরিক্ত বালুর মূল্য  নির্ধারণের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২ জুন ) বিকেল ৪ টায় নগরীর ৫ নং মাছ ঘাট এলাকায় বাংলাদেশ বাল্কহেড বোট মালিক সমিতি রেজি নং:বি ২০৭১ সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ সভা হয়।

 

এ সময় সংগঠনের মালিক সমিতি নেতৃবৃন্দরা বলেন, নদী পথে চাঁদাবাজি বন্ধ করতে হবে। অরাজকতা ও বালু মহলের অতিরিক্ত টাকা বন্ধ করতে হবে এবং বালুর মূল্য  নির্ধারন করতে হবে। আর এ সব যদি বন্ধ না হয় তাহলে আমরা অনিদিষ্ঠ কালের জন্য বাল্কহেড বন্ধ  করে রাখব। যত দিন না প্রজন্ত আমাদের দাবী  না মানবে আমরা বোট নদীতে চালাব না।


এ সময় বাংলাদেশ বাল্কহেড বোট মালিক সমিতি রেজি নং : বি ২০৭১ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন  জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।