শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১   ১৮ শাওয়াল ১৪৪৫

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ জেলাব্যাপি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী ৫ জুন থেকে ১৯ পর্যন্ত দুই সপ্তাহব্যাপি পারিচালিত হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ।



বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা সিভির সার্জন কার্যালয়ে জেলা সিভিল সার্জন অফিসে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে সাংবাদিকদের জন্য ওরিয়েনবটশন কর্মশালা অনুষ্ঠিত হয়।



নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ আরো জানান, দিবসটি উপলক্ষে জেলাব্যাপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ ৬-১১ মাস বয়সি প্রতিটি শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল (১লক্ষ আই,ইউ) এবং১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল (২লক্ষ আই, ইউ) এ ক্যাপসুলখাওয়ানো হবে। অসুস্থ্য কোন ধরনের শিশুকে এই টিকা খাওয়ানো হবেনা।



অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করেনার ফোকাল পারসন ডাঃ জাহিদুল ইসলাম, ডাঃ ফারহানা রহমান, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক স্বপন দেবনাথ, জেলা ইপিআর সুপার মোঃ লুৎফর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আমিনুল হক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, সিসিটি আনোয়ার হোসেন ও এ এস কে শওকত জামান সহ প্রমূখ।