সোমবার   ০৬ মে ২০২৪   বৈশাখ ২২ ১৪৩১   ২৭ শাওয়াল ১৪৪৫

বন্দর জেনালের হাসপাতালের ফ্রি চিকিৎসা সেবা

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার

জেনালের হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। মঙ্গলবার ৪৮নং একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প এর কার্যক্রম চালুকরা হয়। ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে বন্দর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হয়।

 

বন্দর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিপু দাস বলেন, আমরা পুরো বন্দর উপজেলার প্রতিটি এলাকায় অসহায়, দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই কার্যক্রম শুরু করেছি। গরীব, অসহায় মানুষ এগুলো যেনো সেবা থেকে বঞ্চিত না হয় যার জন্য এ উদ্যোগে নেয়া হয়েছে। 

 

ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পএর কার্যক্রমে সার্বিক তত্তাবধানে ছিলেন, নারায়ণগঞ্জ সিটিকর্পোরেশন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুউদ্দিন আহমেদ দুলাল প্রধান। এসময় উপস্থিত ছিলেন, বন্দর জেনারেল হাসপাতালের জেনারেল ম্যানেজার রুবেল আহমেদ, বন্দর থানাযুবলীগ নেতা মো. উজ্জল মিয়া।