বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১   ১৫ শাওয়াল ১৪৪৫

একদিনে শনাক্ত আড়াই হাজার মৃত্যু-৩৬

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৯ জুন ২০২১ বুধবার

দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন একদিনে আরো ২ হাজার ৫৩৭ জন মানুষ। এ নিয়ে তাহলে সারাদেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন মানুষ। বুধবার (৯ই জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে এর আগে গত ২৮ এপ্রিল একদিনে আড়াই হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছিলেন। সে হিসাবে ৪২ দিন পর সর্বোচ্চ করোনা রোগী হলো আজ।

এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জন মানুষ মারা গেছেন। এ নিয়ে তাহলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৯৪৯ জনে। তাদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৯ জন। ৩৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৩৩ জন ও বেসরকারি হাসপাতালে ৩ জন মারা যান।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে বিশোর্ধ্ব ১জন, ত্রিশোর্ধ্ব ২জন, চল্লিশোর্ধ্ব ৪জন, পঞ্চাশোর্ধ্ব ৮জন ও ষার্টোর্ধ্ব ২১ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৬জন, চট্টগ্রামে ৬জন, রাজশাহীতে ৯জন, খুলনায় ১০ জন, সিলেটে ১জন ও রংপুর বিভাগে ৪জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।