মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৭ ১৪৩১   ২১ শাওয়াল ১৪৪৫

বালু সংরক্ষনের কৃতিম ডোবায় পড়ে শিশুর মৃত্যু

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:৫৩ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

সিদ্ধিরগঞ্জে ড্রেজারের বালু সংরক্ষন তৈরী করার একটি কৃত্রিম ডোবায় পড়ে হৃদয় নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুন) সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ডের ২ নং ঢাকেশ্বরী রেইলাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় (৬) নোয়াখালী জেলার মাইজদি থানার কাশেম মিয়ার সন্তান। তিনি গোদনাইল এলাকায় ভাড়া থাকেন। 

 

জানা গেছে, শীতলক্ষ্যা নদী থেকে ড্রেজার এর পাইপ দিয়ে বালু আনার জন্য ২ নং ঢাকেশ্বরী রেইলাইন সংলগ্ন মাঠের একপাশে বিশাল করে একটি ডোবা কাটা হয়। বালু এনে এই ডোবার মধ্যে সংরক্ষর করা হয়। শনিবার বিকেলে ওই ডোবার মধ্যে নেমে শিশুরা খেলাধুলা করছিলো।

 

হঠাৎ ড্রেজারের পাইপের পানি ও বালুর চাপে হৃদয় তলিয়ে যায়। হৃদয়ের মা তাকে খুঁজতে এসে ডোবার পাশে তার সেন্ডেল ও গেঞ্জি পেলেও তাকে খুঁজে পাননি। পরে স্থানীয়রা ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

 

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, আমাদের কাছে এখনো এমন কোনো খবর আসেনি। তবে বিষয়টি জানার চেষ্টা করছি।