বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১   ১৫ শাওয়াল ১৪৪৫

বিদ্যানিকেতন স্কুলে দিনব্যাপী দেশের প্রচলিত ও অপ্রচলিত ফলের উৎসব 

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ২০ জুন ২০২১ রোববার

দেশীয় ফলের সাথে সকলকে পরিচিত করার জন্য বিদ্যানিকেতন হাই স্কুলে দিনব্যাপী দেশের প্রচলিত এবং অপ্রচলিত ফলের উৎসবের আয়োজন করা হয়। রবিবার সকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে এ অনুষ্ঠিত হয। দেশীয় মোট ১৭ টি ফলের প্রদর্শন করা হয়।

 

এর মধ্যে ছিল আম, জাম, লিচু, জামরুল, আনারস, জাম, লটকন, ঢেউয়া, কাঠাল, করমজা, কলা, নারিকেল, খেজুর, কাউ, জাম্বুরা, পেপে ও বেল সহ বিভিন্ন ফল। 


এসময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাষ্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাষ্টের সদস্য এবং সাবেক পিপি এডভোকেট নবী হোসেন, ট্রাষ্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, ট্রাষ্টের সদস্য আফজাল হোসেন পন্টি, ট্রাষ্ট সদস্য ফয়সাল আজিজ তুষার, ট্রাষ্ট সদস্য রতন কুমার সাহা ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা সহ বিদ্যানিকেতনের শিক্ষকবৃন্দ।