শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

রূপগঞ্জে সজিব গ্রুপে আগুন, কারাগারে ৬ ও জামিন পেয়েছেন ২ জন

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ১১:৩৬ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজিব গ্রুপের কারখানা হাশেম ফুডসের ভবনে অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনায় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের আট কর্মকর্তার মধ্যে ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। জামিন পেয়েছেন ২ জন।



বুধবার বিকেল ৫ টার দিকে জৈষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুনের আদালত এ আদেশ দেন। এর আগে রূপগঞ্জ পুলিশ গ্রেপ্তারকৃত ওই আট জনকে চার দিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।



নারায়ণগঞ্জ আদালতের পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, চার দিনের পুলিশ রিমান্ড শেষে আসামীদের আদালতে হাজির করা হলে তাদের আইনজীবী জামিন আবদন করেন। আদালত শুনানি শেষে তাওসীব ইব্রাহিম, তানজীম ইব্রাহীম কে জামিন দেন। অপর ৬ আসামি কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।



এর আগে ১০ জুলাই স্বরাষ্টমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। পরে তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ। ওই দিন বিকেলে হাশেম ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যান এম এ হাশেম, তার ছেলে হাসিব বিন হাশেম, তারেক ইব্রাহিম, তাওসীব ইব্রাহিম, তানজীম ইব্রাহীম, প্রতিষ্ঠানটির সিইও শাহান শাহ আজাদ, ডিজিএম মামুনুর রশিদ, সিভিল ইঞ্জিনিয়ার কাম এ্যাডমিন মো. সালাউদ্দিনকে আদালতের মাধ্যমে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।