শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ২০ রমজান ১৪৪৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার

  ঈদকে কেন্দ্র করে  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে।অধিকাংশ যাত্রীকে স্বাস্থ্যবিধি মানতেও দেখা যায়নি। মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এমন চিত্র দেখা গেছে।  সরেজমিন ঘুরে দেখা যায়,যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছেন।অধিকাংশ যাত্রীর মুখে মাস্ক ছিল না। কেউ কেউ মাস্ক থুতনিতেও রেখেছেন। 

 

মাস্ক থুতনিতে রাখার কারণ জানতে চাইলে আওলাদ হোসেন নামে এক যাত্রী বলেন, নিশ্বাস নিতে কষ্ট হয়। এজন্য থুতনিতে রাখছি।

 

রোকসানা বেগম  নামে আরেক যাত্রী জানান,মাস্ক পড়তে ভালো লাগে না। আর গরমের সময় মাস্ক পড়তে কষ্ট হয়।

 

মাস্ক না পড়ার কারণ জানতে চাইলে শুক্কুর আলী নামের এক বাস হেলপার জানান,মাস্ক পইড়া করুনা(করোনা ভাইরাস)  আটকান যাইতো না। যার করুনা হওয়ার এমনিই হইবো।

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশ যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন করছে। তিনি আরো জানান, সকালে গাড়ির চাপ ছিল। কিন্তু এখন(দুপুরে) গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।