বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১   ১৫ শাওয়াল ১৪৪৫

প্রকৃত ত্যাগী কর্মীরাই নির্বাচন করবেন : শামীম ওসমান

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৪:৫৬ এএম, ৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ডিসেম্বরে সিটি করপোরেশনের নির্বাচন। এর আগেই অনেক খেলা হবে। শকুন আকাশে উড়ছে। তাই আগে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। যারা প্রকৃত ত্যাগী কর্মী তারাই তো নির্বাচন করবেন।

 

সোমবার (৬ই সেপ্টেম্বর) বিকেলে নগরীর চাষাড়ার রাইফেল ক্লাবে জেলা, মহানগর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সদর থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 
শামীম ওসমান বলেন, আমি মনে করি আজই আমার শেষ দিন। আমরা এমন নারায়ণগঞ্জ চাই, যেখানে সন্ত্রাস, মাদক, ইভটিজিং, চাঁদাবাজি ও সাম্প্রদায়িকতা থাকবে না। তাই দেশের অন্য এলাকার আগে আমাদের ঘণ্টা বাজাতে হবে। কারণ সামনের ৬ মাস বেশ কঠিন সময়। অন্য যে কোনো সময়ের চেয়ে এ ৬ মাস খুবই ভয়াবহ হতে পারে।

 

এছাড়াও শামীম ওসমান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিকল্প মা। শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। তাকে নিরাপদ রাখতে হবে। আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, তাদেরই লড়াই করতে হবে। মাঠে থাকতে হবে। এ কারণে আগামী অক্টোবরের শুরুতে একটি বড় সমাবেশ করবো। এর আগে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কর্মীসভা করবো এবং এরপর আমরা রাস্তায় নামবো।

 
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চন্দনশীল, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, বন্দর উপজেলার চেয়ারম্যান এম এ রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মহসিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, ২৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশ (নাসিক) ও সাবেক ছাত্রনেতা ওয়াহিদুজ্জামান অহিদ ও মহানগর ছাত্রলীগ নেতা অনিক  তালুকদার অপু প্রমুখ নেতৃবৃন্দ।