শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

শোক ও শ্রদ্ধায় খাজা মহিউদ্দিনকে চির বিদায়

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ১১:১৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক খাজা মহিউদ্দিন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯১ বছর। তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটায় ঢাকার বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য স্বজন-গুণগ্রাহী রেখে গিয়েছেন।

 


মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বাদ জোহর ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর নামাজে জানাজা শেষে তাকে পাইকপাড়া কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের সাথে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, প্রয়াত খাজা মহিউদ্দিনের ছোট ভাই ও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূর উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহাম্মদ রেজা উজ্জল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, নাসিক কাউন্সিলর নাজমুল আলম সজল, শফিউদ্দিন প্রধান, আব্দুল করিম বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাড. নুরুল হুদা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুদ্দিন সবুজ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

 


তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন, মহিলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। খাজা মহিউদ্দিন সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কারাগারের রোজনামচা গ্রন্থে বঙ্গবন্ধু খাজা মহিউদ্দিনের কথা বেশ কয়েকবার উল্লেখ করেছেন।

 


এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা খাজা মহিউদ্দিনকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদানে দেরি করেছেন সদর উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা। এতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন ও অন্যান্য মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন।