অ্যান্টিক প্রথম আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যুগের চিন্তা অনলাইন
যুগের চিন্তা
প্রকাশিত : ১০:৪১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে অ্যান্টিক প্রথম আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের মিলনায়তনে বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেম জামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
অ্যান্টিক ফটোগ্রাফি এর পরিচালক প্রনব কৃষ্ণ রায়'র সার্বিক ব্যবস্থাপনায় এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথ'র সঞ্চালনায় এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিকেএমইএ'র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রয়টার্স এর সিনিয়র ফটো সাংবাদিক এ বি এম রফিকুর রহমান, নাসিক ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম সজল, বিশিষ্ট লেখক তারাপদ আচার্য, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ আব্দুস সালাম, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শফিউদ্দিন বিটু, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান শ্যামল, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মাহমুদ হাসান কচি ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ প্রমুখ।