শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:৫২ পিএম, ৬ অক্টোবর ২০২১ বুধবার

আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ব্রাক্ষ্মনদী ইউনিয়নের ইদবারদী কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দিবাগত রাত আনুমানিক ১:০০ ঘটিকায় ১০-১২ জনের একদল ডাকাত বাড়ির  কলাপসিবল গেটের তালা ভেঙ্গে সর্বস্ব লুটে নেয়।

 

বাড়ির মালিক আল আমিন জানান, রাতে খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়ি রাত আনুমানিক ১:০০ ঘটিকায় কলিপসিবল গেট ও প্রধান ফটক ভেঁঙ্গে পুলিশ পরিচয়ে আমার ভাইয়ের শয়ন কক্ষে  ডুকে ডাকাত দল প্রথমে আমার ভাইয়ের হাতপা বেধে ফেলে। দেশীয় অস্রশস্র দিয়ে আমার ভাগিনাকে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা ও বিদেশ থেকে আনা আমাদের ১৮ ভরি স্বর্ণালংকার ৩টি মোবাইল ফোন ও ব্যাবহৃত জিনিস পত্র নিয়ে গেছে।

 

এ সময় ভয়ভিতি প্রদর্শন করে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে ডাকাতেরা। এ ঘটনায় আড়াইহাজার থানা পুলিশের এস আই রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।