মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৫

শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষায় অভূতপূর্ব উন্নতি হয়েছে : সাংসদ বাবু

যুগের চিন্তা অনলাইন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ১০ অক্টোবর ২০২১ রোববার

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, জাতির পিতার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষায় অভূতপূর্ব উন্নতি হয়েছে। সরকারের প্রধানমন্ত্রী কেবল শিক্ষা বিস্তারে ভবন নির্মাণ করছেন না তিনি শিক্ষার আলোতে আলোকিত মানুষ গড়ার দায়িত্ব পালন করছেন।


রোববার বিকেলে আড়াইহাজার উপজেলার পুরিন্দা কে.এম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার উর্ধবমুখি সম্প্রসারনের উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন।  


সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনয়ন, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা, দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ ও শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদানসহ শিক্ষাবান্ধব সকল কাজ করছে বর্তমান সরকার।


বাবু আরও বলেন, পদ্মা সেতু নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ, নদীর তলদেশে টানেল নির্মাণসহ যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের মহোৎসব চলছে। বিদ্যুৎঘাটতি নিরসন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ সর্বক্ষেত্রে সারা বিশ্বে বাংলাদেশ মডেল দেশ।